Robin Minz: আগামী ২৪ মার্চ, আইপিএলে মু্ম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গুজরাট টাইটানস। তার আগেই দলের কাছে নেমে এসেছে বড় দুঃসংবাদ। তা হল, উইকেটরক্ষক-ব্যাটার রবিন মিঞ্জ আহত। ঝাড়খণ্ডের তরুণ পাওয়ার হিটার এবারের আইপিএলের অন্যতম আকর্ষণ। নিলামে তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা থাকলেও রীতিমতো দরাদরি করে ১৮ গুণ বেশি, ৩.৬ কোটি টাকা দিয়ে কিনেছে গুজরাট। স্বভাবতই মিঞ্জের দুর্ঘটনায় মুষড়ে পড়েছিল গুজরাট শিবির। কিন্তু, সোমবার তাঁর বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ জানিয়েছেন, তাঁর ছেলে এখন ঠিক আছে।
শনিবার, ২ মার্চ রবিনের কাওয়াসাকি নিনজা সুপারবাইক দুর্ঘটনার মুখে পড়ে। ২১ বছর বয়সি ঝাড়খণ্ডের 'ক্রিস গেইল'কে এরপরই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তাঁর বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ সেব্যাপারে সোমবার বলেন, 'গতকাল যখন ও বাড়ি ফিরছিল, বাইকটা ছিটকে যায়। রবিন কোনওমতে বেঁচে গেছে। বাইকটার অবস্থা খুব খারাপ। তবে, রবিন ঠিক আছে।'
গত ডিসেম্বরের আইপিএল নিলামে রবিনকে কেনার জন্য দর হেঁকেছিল মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মত দলও। উপজাতি সম্প্রদায়ের এই তারকাকে শেষ পর্যন্ত ছিনিয়ে নেয় গুজরাট। চলতি মাসেই আইপিএল শুরু। মনে করা হচ্ছিল, তার আগে শীঘ্রই গুজরাট শিবিরে যোগ দেবেন রবিন। কিন্তু, শনিবারের দুর্ঘটনা সেই আশঙ্কায় আশঙ্কার জন্ম দেয়। ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি এখনও ক্রিকেট দুনিয়ায় তরতাজা। ফলে, রবিনকে নিয়েও আশঙ্কা উত্তরোত্তর বাড়তে থাকে। যাতে সোমবার জল ঢাললেন রবিনের বাবা।
রবিনের উত্থানের কাহিনি রীতিমতো গল্পকথাকেও হার মানাবে। ক্রিকেট নিয়ে উচ্চাশা রাখা যে কোনও সাধারণ এবং দরিদ্র পরিবারের কাছে এই কাহিনি অনুপ্রেরণাদায়ক। ছেলের ক্রিকেট নিয়ে আগ্রহ দেখে ফ্রান্সিস কাঠ কেটে ব্যাট বানিয়ে দিয়েছিলেন। সেই ব্যাট দিয়ে শুরু রবিনের ক্রিকেট দুনিয়ার ক্রিজখড়ি। 'রাঁচি কা গেইল'-এর এই কাহিনি শুনে রীতিমতো অনুপ্রাণিত রবিনের আইপিএল দলের বর্তমান অধিনায়ক শুভমান গিলও। সম্প্রতি রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে রবিনের বাবা ফ্রান্সিস মিঞ্জের সঙ্গে দেখা হয়েছিল শুভমানের। ফ্রান্সিস মিঞ্জ ওই বিমানবন্দরেই কাজ করেন।
আরও পড়ুন- আম্বানির ছেলের বিয়েতে ধোনির ‘পাগলু’ ড্যান্স! অচেনা মাহির ভিডিও ফাঁস হতেই ভাইরাল, দেখুন
দেখা হওয়ার পর শুভমান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'রবিন মিঞ্জের বাবার সঙ্গে দেখা হল। সম্মানিত বোধ করলাম। রবিনের লড়াই আর কঠোর পরিশ্রম সত্যিই অনুপ্রেরণাদায়ক। আইপিএলের সময় রবিনের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।'