Hardik Pandya-MI: মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন করেই ড্রেসিংরুমে মন্দির বানিয়ে ফেলেছেন হার্দিক পান্ডিয়া। ঘরের ছেলে হার্দিক ২০১৫-য় মুম্বই থেকেই শুরু করেন তাঁর আইপিএল যাত্রা। মধ্যে দু'বছর গুজরাট টাইটানসে অধিনায়কত্ব করে ফিরেছেন মুম্বইয়ে। এবার একেবারে অধিনায়কের আসনে। তা-ও দলকে পাঁচটি আইপিএল জেতানো রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে।
নতুন জমানায় মুম্বই ইন্ডিয়ান্সে যে ইতিমধ্যেই হার্দিক যুগ শুরু হয়ে গেছে, তা মুম্বই টিমের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিওতেই পরিষ্কার। যেখানে হার্দিককে দেখা যাচ্ছে, ব্যাগপত্তর নিয়ে ড্রেসিংরুমে ঢুকতে। সতীর্থদের সঙ্গে কোলাকুলি করতে। তাঁদের পিঠ চাপড়ে দিতে। তারপরই দেখা গিয়েছে, ড্রেসিংরুমের একটি আসনের ওপর ফটোতে মালা পরাতে, প্রদীপ জ্বালাতে। এরপর ওই ভিডিওয় দেখা গিয়েছে, মার্ক বাউচারকে মাটিতে মেরে নারকেল ফাটাতে। একেবারে ভারতীয় কায়দায়। যা দেখে খুশি হার্দিক ফের পিঠ চাপড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটিকিপার তথা মুম্বইয়ের হেড কোচের। ভিডিওর শেষ পর্যায়ে হার্দিককে দেখা গিয়েছে, ফটোর সামনে মিষ্টির প্যাকেট রাখতে।
গুজরাট টাইটানসকে ২০২২-২৩ বছরে টানা আইপিএল ফাইনালে তোলা হার্দিক, প্রথম মরশুমে দলকে ট্রফি জিতিয়েছেন। এবার তিনি পুরোনো দলে ফিরে মুম্বইকে কী উপহার দেন, তার পরীক্ষা শুরু হবে ২২ মার্চ আরম্ভ হওয়া আইপিএলে। মোদ্দা কথা, এবার হার্দিক আরও বড় পরীক্ষার সামনে। ভারতীয় দলের এই অলরাউন্ডার বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর থেকে মাঠের বাইরে। সেদিক থেকে রোহিত শর্মা একের পর এক ম্যাচে ভালো ফল করেছেন। বছর যতই ক্রিকেট দুনিয়ার বুড়োর পর্যায়- ৩৬ হোক, দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজেও রোহিতের ক্যাপ্টেনসি ফের পরীক্ষিত হয়েছে।
আরও পড়ুন- কেকেআরকে না করলেন কেন বিদেশি সুপারস্টার, অবশেষে ফাঁস আসল রহস্য
সেখানে হার্দিকের আইপিএলের অধিনায়ক হিসেবে পারফরম্যান্স ছাড়া বড় কিছুই নেই। গোড়ালির চোটে বিশ্রামে থাকার পর, ডিওয়াই পাতিল টুর্নামেন্টে কয়েকটা ম্যাচে খেলেছেন। কিন্ত, সেসব স্রেফ প্রদর্শনী। আর, এই সব কারণেই রোহিতের সমর্থকরা অধিনায়ক বদলানোর পরই মুম্বইকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা ছেড়ে দিয়েছেন। সেই হিসেবে বলা যায়, হার্দিকের পাশাপাশি তাঁর ভগবানের সামনেও এবারের আইপিএল এক বড় পরীক্ষা। মু্ম্বইয়ের ড্রেসিরুমের ভগবান ২২ গজেও হার্দিক অ্যান্ড কোং-কে কতটা সাহায্য করেন, ক'দিন পরে শুরু হতে যাওয়া আইপিএলেই তার পরীক্ষা হয়ে যাবে।