Advertisment

যেমন কর্ম তেমন-ই ফল আম্বানিদের! হার্দিককে নেতা করেও ফের নয়া ক্যাপ্টেনের খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স

মাথায় আকাশ ভেঙে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের

author-image
IE Bangla Sports Desk
New Update
hardik-ambani

হার্দিক পান্ডিয়া এবং মুম্বই মালকিন নীতা আম্বানি (টুইটার)

অনেক ঢাক ঢোল পিটিয়ে হার্দিক পান্ডিয়াকে ট্রেডিংয়ে গুজরাট থেকে মুম্বইয়ে এনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। বলা হয়েছিল, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা না করেই মুম্বইয়ের তরফে সরাসরি দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল গুজরাটের গত সিজনের ক্যাপ্টেনকে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আচমকা হার্দিককে নেতৃত্বের ব্যাটন দিয়ে দেওয়া হয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে। বিতর্কের ঝড়ের মুখে পড়ে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা যেমন কমে গিয়েছে মুম্বইয়ের, তেমন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিকে সমালোচনায় বিদ্ধ করেছে ক্রিকেট মহল। নিলামের মঞ্চেও রোহিতকে নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক আকাশ আম্বানিকে।

তবে হার্দিককে নিয়ে এই বিতর্কের মধ্যেই নতুন আপডেট ঘিরে তোলপাড় পড়ে গেল। জানা যাচ্ছে, পুরো আইপিএলেই অনিশ্চিত তারকা অলরাউন্ডার। বিশ্বকাপে পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশ ম্যাচে চোটের কবলে পড়েছিলেন তিনি। লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে গোড়ালি মচকে যায় তারকার। তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ তো বটেই দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে জাতীয় দলের নেতা হিসেবে সূর্যকুমার যাদব দারুণ পারফর্ম করেছেন।

ভাবা হয়েছিল জানুয়ারিতে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে হয়ত কামব্যাক করবেন তিনি। তবে এখন খবর চোটের কারণে স্রেফ আফগানিস্তান সিরিজ-ই নয় বিশ্বকাপের আগে আইপিএলেই না-দেখতে পাওয়া যেতে পারে তাঁকে। এমনটাই জানিয়েছে, সংবাদসংস্থা। চোট সারিয়ে ফিরতে আরও বেশ কিছুটা সময় প্রয়োজন তাঁর।

হার্দিকের চোট নিয়ে নতুন করে বিরাট সমস্যার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিককে আসন্ন সিজনে নেতা হওয়ার কথা আগাম ঘোষণা করে দিয়েছে মুম্বই। এখন হার্দিক খেলতে না পারলে কে ক্যাপ্টেন হবে তা নুতন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। এমনিতেই যেভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে রীতিমত ক্ষুব্ধ রোহিত শর্মা। মুম্বইয়ের বাকি টপ থ্রি- ঈশান কিষান, সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাও দলের এমন সিদ্ধান্তে সম্ভবত একমত নন। সূর্যকুমার যাদব প্রকাশ্যেই ভাঙা হৃদয়ের ইমোজি পোস্ট করে নিজের ক্ষোভ জানিয়েছেন পরোক্ষে।

রোহিত সহ মুম্বইয়ের টপ থ্রি হার্দিককে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা থেকে বিরত থেকেছেন। হার্দিক খেলতে না পারলে মুম্বইয়ের কাছে তিনজন অপশন রয়েছে- পুনরায় রোহিত শর্মা অথবা জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব। কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেউ কি হার্দিকের বদলি ক্যাপ্টেন হতে রাজি হবেন, সেটাই এখন লাখ টাকার প্ৰশ্ন।

সবমিলিয়ে অধিনায়কত্ব বদলের পর মুম্বই ইন্ডিয়ান্সের সময় যে মোটেই ভাল যাচ্ছে না, সেটা স্পষ্ট।

IPL Hardik Patel Mumbai Indians Rohit Sharma
Advertisment