Indian Premier League: অক্টোবরে বাংলাদেশ ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। সেই ঘটনার পর হার্দিক নাকি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, পাঁচ দিনের মধ্যেই টিম ইন্ডিয়ায় ফিরে আসবেন তিনি। তবে তা হয়নি। গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় তারকাকে।
পুনেতে বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময় নিজের ফলো থ্রুতে চোট পান তারকা। সঙ্গেসঙ্গেই মাঠে ফিজিও ছুটে এসেছিলেন। হার্দিক খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। পরে বলো দেওয়া হয়, সেই ম্যাচের আর অংশ নিতে পারবেন না অলরাউন্ডার। হার্দিককে ছাড়াই সেই ম্যাচে ভারত বাংলাদেশকে হেসেখেলে ৭ উইকেটে হারায়। শুধু সেই ম্যাচেই নয়, হার্দিক গোটা টুর্নামেন্টে আর একটি ম্যাচেও নামতে পারেননি। ভারতের টিম কম্বিনেশনও অগোছালো হয়ে পড়ে অনেকটা।
আরও পড়ুন: পিচ রিগিং করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে হারান দ্রাবিড়-রোহিত! অভিযোগের সুনামিতে বোমা এবার কাইফের
সেই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে হার্দিক বলে দেন, "এক বছরের বেশি সময় ধরে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তবে আচমকা চোট লেগে যায় ম্যাচের চলাকালীন। বলা হয়েছিল, ইনজুরি সারিয়ে মাঠে ফিরতে ২৫ দিন লেগে যাবে। অর্থাৎ আমি আর বিশ্বকাপে অংশ নিতে পারব না। তবে আমি চেষ্টা করেছিলাম।"
"আমি টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম, পাঁচ দিন পরেই দলের সঙ্গে যোগ দেব। গোড়ালিতে ভিন্ন ভিন্ন তিন জায়গায় ইঞ্জেকশন নিতে হয়েছিল। গোড়ালি ফুলে যাওয়ায় রক্ত বের করতে হয়েছিল। মাঠে ফেরার জন্য নিজের সেরাটা দিয়েছিলাম।"
"একটা সময় বুঝতে পেরেছিলাম, এভাবে যদি আমি নিজেকে চাপ দিতে থাকি, তাতে বহুদিনের জন্য মাঠ থেকে ছিটকে যেতে হতে পারে। তবে এটা আমার কাছে কোনও উত্তর ছিল না। দলের সঙ্গে থাকার জন্য আমার কাছে যদি এক শতাংশ-ও সুযোগ থাকে, সেটার জন্যই ঝাঁপাব আমি। নিজেকে পুশ করার সময়ই চোট বেড়ে যায়, যে কারণে মাঠে ফিরতে তিন মাস লেগে গিয়েছে। আমি যে সময় হাঁটতেই পারছিলাম না, সেই সময় দৌড়ের চেষ্টা করে গিয়েছি। ১০ দিন ধরে চেষ্টা চালানোর পর তিন মাস ছিটকে যেতে হয়।"
ভারত হার্দিককে ছাড়াই টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়। গোটা বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জয়ের পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয় টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া এর মধ্যেই আলোচিত দল বদলের সাক্ষী থেকেছেন। গুজরাট ছেড়ে মুম্বইয়ে পা রেখেছেন নেতা হিসেবে। রোহিতকে সরিয়ে। তারপর হার্দিক ডিওয়াই পাতিল টুর্নামেন্টে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্স-এর নেতা হিসেবে হার্দিক আপাতত প্ৰথম ম্যাচেই নামবেন নিজের পুরোনো দল গুজরাট টাইটান্স-এর বিপক্ষে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।