Advertisment

Hardik Pandya: মুখ দেখাদেখি বন্ধ নাকি রোহিতের সঙ্গে! মুম্বইয়ে যোগ দিয়েই সুর চড়ালেন হার্দিক

Mumbai Indians captaincy change Hardik Pandya with Rohit Sharma: বৈরিতার আবহে হার্দিক পান্ডিয়া প্রথম সাংবাদিক সম্মেলনেই রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন। বলে দিলেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অস্বস্তি নেই। হার্দিকের বক্তব্য, "কোনওকিছুরই সমস্যা নেই। আমার প্রয়োজনে সবসময় রোহিত ভাই সঙ্গে থেকেছে। আগেই বলেছি ও জাতীয় দলের ক্যাপ্টেন। কেরিয়ারের অধিকাংশ সময় কেটেছে ওঁর অধিনায়কত্বে। মনে হয়না আমাদের সম্পর্কে কোনও অস্বস্তি বিরাজ করবে। ওঁর নেতৃত্বে মুম্বই যা অর্জন করেছে সেটাই আমি এগিয়ে নিয়ে যাব।"

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-hardik

মুম্বই ও গুজরাটের অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়া (টুইটার)

Indian Premier League: তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। রোহিতকে আচমকা নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর জল গড়িয়েছে অনেকদূর। রোহিত সরাসরি মুখ না খুললেও স্ত্রী রীতিকা সাজদে অসন্তোষ ব্যক্ত করেছেন সরাসরি।

Advertisment

এমন আবহে রোহিতের মুম্বই ছাড়ার জল্পনা জোরালো হয়েছে। আম্বাতি রাইডু রোহিতকে সিএসকেতে নাম লেখানোর পরামর্শ দিয়েছেন।

এমন বৈরিতার আবহে হার্দিক পান্ডিয়া প্রথম সাংবাদিক সম্মেলনেই রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন। বলে দিলেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অস্বস্তি নেই। হার্দিকের বক্তব্য, "কোনওকিছুরই সমস্যা নেই। আমার প্রয়োজনে সবসময় রোহিত ভাই সঙ্গে থেকেছে। আগেই বলেছি ও জাতীয় দলের ক্যাপ্টেন। কেরিয়ারের অধিকাংশ সময় কেটেছে ওঁর অধিনায়কত্বে। মনে হয়না আমাদের সম্পর্কে কোনও অস্বস্তি বিরাজ করবে। ওঁর নেতৃত্বে মুম্বই যা অর্জন করেছে সেটাই আমি এগিয়ে নিয়ে যাব।"

আরও পড়ুন- IPL না থাকলে দেনায় বিকিয়ে যেত পরিবার! লজ্জা না করে নিজের অর্থকষ্ট সামনে আনলেন টিম ইন্ডিয়া সুপারস্টার

সাংবাদিক সম্মেলনে রোহিত ইস্যুতে আরও অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় কোচ মার্ক বাউচার এবং হার্দিককে। জিজ্ঞাসা করা হয়, মুম্বই ইন্ডিয়ান্স হঠাৎ করে রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন! মার্ক বাউচার মাইক হাতে নিয়েও এই প্রশ্নের জবাব দিতে রাজি হননি। হার্দিক আলতো হাসিতে এই প্রশ্ন এড়িয়ে যান।

রোহিতের হাত থেকে নেতৃত্বের দায়িত্ব তুলে নেওয়ার পর ট্রোলিংয়ের শিকার হয়েছেন হার্দিক। তিনি অবশ্য এই ট্রোলকে সদর্থক ভঙ্গিতে নিয়েছেন। হার্দিক জানিয়েছেন, "জানতাম এটা ঘটবে। রোহিত নিজস্ব সাম্রাজ্য স্থাপন করেছে। সমর্থকদের আবেগের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তবে যে বিষয় আমার আয়ত্তে নেই, সেই বিষয় আমি নিয়ন্ত্রণ করতে পারব না। নিজের কাজের প্রতিই আমার ফোকাস থাকবে।"

পাশাপাশি তারকা অলরাউন্ডার জানিয়েছেন, রোহিতের সঙ্গে সেভাবে কথা হয়নি তাঁর সম্প্রতি। রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত রয়েছেন। যখনই দলে যোগ দেবেন, তখনই পূর্বতন ক্যাপ্টেনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

IPL Hardik Pandya Mumbai Indians Rohit Sharma
Advertisment