Indian Premier League: মাত্র দু-বছর গুজরাট টাইটান্স-এর কোচ ছিলেন। তাতেই দুর্দান্তভাবে প্রভাব ফেলেছেন হার্দিক পান্ডিয়া। ২০২২-এ অভিষেক মরশুমেই নেতা হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হন। পরের বছর সিএসকের কাছে ফাইনালে হেরে রানার্স হন। আর চলতি সিজনের দলবদলের সময় হার্দিক আবার নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ফিরেছেন। টাইটান্স হেড কোচ আশিস নেহরা সাফ জানিয়ে দিচ্ছেন, হার্দিককে আটকে রাখার কোনও চেষ্টাই তিনি করেননি।
সংবাদসংস্থাকে নেহেরা জানিয়েছেন, "দলে থাকার জন্য হার্দিককে কখনই বোঝানোর চেষ্টা করিনি। অন্য কোনও নাম লেখাতে চললে তবু আটকানোর চেষ্টা করতাম। কিন্তু ওই দলের হয়ে ও পাঁচ-ছয় বছর খেলেছে।" মুম্বই থেকে টাইটান্স শিবিরে নাম লেখানোর আগে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার অধিনায়কত্বে ইন্ডিয়ান্স-দের চারবার লিগ জয়ের সাক্ষী থেকেছেন।
আরও পড়ুন: পিচ রিগিং করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে হারান দ্রাবিড়-রোহিত! অভিযোগের সুনামিতে বোমা এবার কাইফের
আর মুম্বইয়ে হার্দিক রোহিতকে সরিয়ে প্রত্যাবর্তনেই অধিনায়ক হয়েছেন। হার্দিককে নেতা করার নেপথ্যে মুম্বইয়ের কৌশলের বিষয়ে বলতে গিয়ে হেড কোচ মার্ক বাউচার বলেছেন, "এটা পুরোটাই ক্রিকেটীয় সিদ্ধান্ত। হার্দিককে ফেরানোর সুযোগ ছিল আমাদের সামনে। এটা একটা ট্রান্সজিশন পর্ব। ভারতে অনেক সমর্থকই হয়ত আবেগী হয়ে পড়ছেন। তবে এসব ক্ষেত্রে আবেগ বর্জন করতে হয়।"
হার্দিকের দলবদল ঘিরে যেভাবে নাটকের সূত্রপাত হয়েছে, তাতে নেহরার বিশ্বাস আইপিএল অনেকটা বেসবল বা ফুটবলের পথে এগোচ্ছে। নেহরার ভবিষ্যৎবাণী, "যেভাবে খেলার ভোলবদল ঘটছে তাতে অনেকেই মনে করছেন ফুটবল বা বাস্কেটবলের দিলে ধাবিত হচ্ছে আইপিএল। এরকম ট্রেডিংএমরা আরও দেখতে পারব অদূর ভবিষ্যতে। হ্যাঁ, হার্দিককে আমরা মিস করব। তবে ওঁর জন্য শুভেচ্ছা রইল।"
হার্দিক পান্ডিয়ার জায়গায় টাইটান্স শিবির শুভমান গিলকে অধিনায়ক ঘোষণা করেছেন। গত আইপিএলে শুভমান ১৭ ইনিংসে ৮৯০ রান (১৫৭.৮০) করে ফ্র্যাঞ্চাইজির টপ স্কোরার হয়েছিলেন।