Advertisment

Shamar Joseph: অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস গড়া সেই শামার, এবার খেলবেন IPL, কোটি কোটি টাকায়

Shamar Joseph Joins IPL: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আবিষ্কার হয়েছিলেন তিনি। আহত পা নিয়েই সাত উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন ক্যারিবীয় স্পিডস্টার। গাব্বায় জিতে টেস্ট সিরিজ-ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ ফলাফলে অমীমাংসিত রাখে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shamar Joseph, Shamar Joseph in ipl, ipl 2024

Shamar Joseph LSG: আইপিএলে দল পেয়ে গেলেন ইতিহাস গড়া শামর (টুইটার)

IPL 2024: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বায় ইতিহাস গড়া জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একাই ক্যারিবীয় ক্রিকেটের উত্থানের ঝলক দেখিয়ে দিয়েছিলেন শার জোসেফ (Shamar Joseph)। তবে ঐতিহাসিক সেই কীর্তির পর বেশিদিন কাটল না। আইপিএলে যোগ দিতে চলেছেন তিনি। মার্ক উডের বদলি হিসাবে তিনি নাম লেখালেন লখনৌ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ফ্র্যাঞ্চাইজিতে।

Advertisment

লখনৌ (LSG) ফ্র্যাঞ্চাইজির তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "এলএসজিতে জোসেফ দেবেন ৩ কোটিতে। এটাই ওঁর প্ৰথম আইপিএল মরশুম।"

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আবিষ্কার ছিলেন তিনি। আহত পা নিয়েই সাত উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন ক্যারিবীয় স্পিডস্টার। টেস্ট সিরিজ-ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ ফলাফলে অমীমাংসিত রাখে।

২৭ বছর পর প্ৰথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার নজির স্থাপন করে ওয়েস্ট ইন্ডিজ। শেষবার ক্যারিবিয়ানরা ১০ উইকেটে জিতেছিল সেই ১৯৯৭-এ। পারথের ওয়াকায়।

আরও পড়ুন: শামি-মুকেশের পর ফের বাংলার পেসার টিম ইন্ডিয়ায়! জয় শাহদের ঘোষণায় গর্বিত বাঙালিরা

ঐতিহাসিক ম্যাচের পর শামার জোসেফ বলে দেন, "অসাধারণ অনুভূতি হচ্ছে। নিজের সতীর্থ, ম্যানেজমেন্টকে খুল্লামখুল্লা ধন্যবাদ জানাতে চাই আমাকে ক্রমাগত উৎসাহ জোগানোর জন্য। পায়ে যন্ত্রণা হচ্ছিল। তবে জানতাম সেজে যন্ত্রণা সহ্য করতে হবে। নিজের জন্য দেশের জন্য, ক্যারিবিয়ান সমস্ত মানুষের জন্য।"

তৃতীয় দিনের শেষের দিকে জোসেফ মিচেল স্টার্কের ভয়ানক ইয়র্কারে পায়ের পাতায় চোট পান। কোনওরকমে অন্যের সহায়তায় মাঠ ছাড়েন তিনি। হাঁটতেই পারছিলেন না তিনি। তড়িঘড়ি স্ক্যান রিপোর্টে অবশ্য হাড় ভাঙা বা চিড় ধরার কোনও লক্ষণ মেলেনি। তবে যন্ত্রণা নেমেই পরের দিন ফার্স্ট সেশনে নেমে গুঁড়িয়ে দেন অজিদের।

দুই টেস্টে ১৭.৩১ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজের সেরাও হন তিনি।

West Indies IPL Cricket News Lucknow Super Giants LSG
Advertisment