Advertisment

KKR IPL Playing 11 Prediction: বাদ পড়তে পারেন নারিনও! চমকের পর চমক এবারের KKR-এর প্ৰথম ১১-য়, কেমন হবে দল

KKR Playing XI Prediction: গত সিজনে কেকেআর নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছাড়াই খেলতে নেমেছিল। পরিবর্ত অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল নীতিশ রানার হাতে। তবে রানার নেতৃত্বেও নাইট বাহিনী চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি। এবার শ্রেয়স আইয়ারের ওপর ক্যাপ্টেন্সির চাপ থাকবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ipl, kkr, kkr squad, kolkata knight riders

KKR in IPL 2024: দল গুছিয়ে নিচ্ছে কেকেআর (টুইটার)

Kolkata Knight Riders Playing 11 Prediction: শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর নামছে আইপিএল অভিযানে। গৌতম গম্ভীরের অধিনায়কত্বে নাইট রাইডার্স শিবির শেষবার ট্রফি জিতেছিল। দুবার-ই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল বর্তমান মেন্টর গম্ভীরের হাত ধরে। তবে তারপর ক্রমাগত ব্যর্থতা নাইট শিবিরকে ধাওয়া করেছে।

Advertisment

গত সিজনে কেকেআর নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছাড়াই খেলতে নেমেছিল। পরিবর্ত অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল নীতিশ রানার হাতে। তবে রানার নেতৃত্বেও নাইট বাহিনী চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি। এবার শ্রেয়স আইয়ারের ওপর ক্যাপ্টেন্সির চাপ থাকবে।

এবার কেকেআর দলের বড় আকর্ষণ মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকায় যাঁকে এবার কেকেআর নিলাম থেকে কিনেছে। তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার জন্য নাইটদের সেরা একাদশই বাছতে হবে।

আরও পড়ুন- বোর্ডের চুক্তিতে বাদ পড়েও হেলদোল নেই! মালিঙ্গাকে নকল করে ফের শিরোনামে ঈশান কিষান, দেখুন ভিডিও

সকলের নজর থাকবে স্টার্কের দিকে:

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর দিয়ে কেকেআর এবার নিলাম থেকে কিনেছে স্টার্ককে। বিশ্বকাপজয়ী স্টার্কের দিকে নজর থাকবে সকলের। আর তিনি খেললে নাইটদের একাদশে তিনি হবেন অটোমেটিক বাছাই।

কেমন হতে পারে কেকেআরের একাদশ:

কেকেআরের হয়ে ওপেনিং করবেন রহমনউল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার। আর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার নামবেন তিন নম্বরে। গত সিজনের নাইট অধিনায়ক নীতিশ রানার ব্যাটিং পজিশন চার নম্বর।

মিডল অর্ডারে কেকেআরের ভরসা রিঙ্কু সিং। তিনি খেলবেন পাঁচ নম্বরে। লোয়ার অর্ডারে কেকেআরের থাকছেন আইপিএলের অন্যতম সেরা সেনসেশন আন্দ্রে রাসেল। বছরের পর বছর ধরে কেকেআর ব্যাটিং অর্ডারের ত্রাতা হয়েছেন তিনি। বহু হারা ম্যাচ জিতিয়েছেন। ছয় নম্বরে নামবেন তিনি।

এমনিতে সুনীল নারিন কেকেআরের অটো-চয়েস। তবে বর্ষীয়ান নারিন আসন্ন সিজনে নাইটদের একাদশে নিশ্চিত জায়গা পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ থাকছে। স্পিনার-অলরাউন্ডার হিসাবে কেকেআর এগারোর নারিনের সঙ্গে লড়াইয়ে রয়েছেন মুজিব উর রহমান

বাকি বোলারের কোটায় সম্ভবত জায়গা পাবেন মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। গত সিজনে প্রত্যেক ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছিল সুয়াশ শর্মাকে। আবির্ভাবেই উঠতি এই স্পিনার নজর কেড়ে নিয়েছিলেন। এবারেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে সুয়াশকে ব্যবহার করবে নাইট রাইডার্স শিবির।

কেকেআর সম্ভাব্য প্ৰথম এগারো:

রহমনউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন/ মুজিব উর রহমান, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা

কেকেআর স্কোয়াড:

রহমনউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মুজিব উর রহমান, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুয়াশ শর্মা, ফিল সল্ট, অনুকূল রয়, বৈভব অরোরা, কেএস ভরত, অঙ্গকৃশ রঘুবংশী, রামনদীপ সিং, শেরফানে রাদারফোর্ড, মনীশ পান্ডে, গাস আটকিনসন, সাকিব হুসেন

IPL Kolkata Knight Riders KKR Cricket News
Advertisment