Mumbai Indians Playing 11 Predictions {মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য প্ৰথম একাদশ} :রোহিত শর্মাকে সরিয়ে এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। তা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। কিন্তু, তারপরও এবারের মুম্বই টিম এখনও পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে শক্তিশালী। এমনটাই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের।
আর মাত্র তিন দিন বাদেই ২২ মার্চ, শুক্রবার এবারের আইপিএল শুরু হতে যাচ্ছে। কয়েক মাস আগে, দুবাইয়ের নিলামের পূর্বেই রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তারপর জল্পনা জন্মেছিল রোহিত শর্মা বোধহয় এমআই ছাড়ছেন। তাঁর কয়েকলক্ষ অনুরাগী সোশ্যাল মিডিয়ায় মুম্বইকে ফলো করা ছেড়ে দেন। কিন্তু, শেষ পর্যন্ত রোহিত শর্মা মু্ম্বই ছাড়েননি।
Mumbai Indians Probable Playing 11
নিলামের পর পাঁচবারের আইপিএল বিজয়ীদের প্রথম একাদশ দাঁড়িয়েছে এরকম- ১. রোহিত শর্মা, ২. ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ৩. তিলক বর্মা, ৪. সূর্যকুমার যাদব , ৫. হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ৬. মহম্মদ নবি, ৭. টিম ডেভিড, ৮. জেরাল্ড কোয়েটজি, ৯. পীযূষ চাওলা, ১০. জসপ্রিত বুমরাহ, ১১. দিলশান মাদুশঙ্কা।
অধিনায়ক হিসেবেও হার্দিক আইপিএলে রীতিমতো পরীক্ষিত। মুম্বইয়ের ঘরের ছেলে রোহিত শর্মার অধিনায়কত্বে চারবার আইপিএল জয়ী দলের সদস্য। দুই বছরের জন্য গুজরাট টাইটানসে গিয়ে ২০২২ সালে গুজরাটকে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন করেছেন। ২০২৩-এ ফাইনালে তুলেছেন।
দলের ব্যাকআপে আছেন ডেওয়াল্ড ব্রেভিস, জেসন বেহরেনডর্ফ ও রোমারিও শেফার্ড। এর মধ্যে শেফার্ডের অলরাউন্ড ক্ষমতা প্রশ্নাতীত। এছাড়াও আছেন নুয়ান থুশারা। উপরন্তু, সুযোগ পেলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে মুখিয়ে আছেন- আকাশ মাধওয়াল, নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, শ্রেয়াস গোপাল, কুমার কার্তিকেয়া, অর্জুন তেন্ডুলকাররা।
১৫.২৫ কোটি বাজেটের এই দলে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব রীতিমতো সম্পদ। এছাড়াও পাঁচবারের চ্যাম্পিয়নদের বোলিং ইউনিটের জোর বাড়িয়েছেন মহম্মদ নবি, শ্রেয়াস গোপালরা। এছাড়াও জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা ও নুয়ান থুশারাকে নিয়ে তৈরি ব্যাকআপ রীতিমতো অভিজ্ঞতায় পরিপূর্ণ, একইসঙ্গে শক্তিশালী।
আরও পড়ুন- ইডেনে KKR ম্যাচের টিকিট বিক্রি চালু! সকলের আগে কীভাবে কাটবেন টিকিট, জানুন ট্রিক
আর, হার্দিক পান্ডিয়াও অধিনায়ক হিসেবে রীতিমতো পরীক্ষিত। মুম্বইয়ের ঘরের ছেলে হার্দিক রোহিত শর্মার অধিনায়কত্বে চারবার আইপিএল জয়ের সাক্ষী। দুই বছরের জন্য গুজরাটে গিয়ে অধিনায়ক হয়ে বসেন। ২০২২-এ গুজরাটকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৩-এ ফাইনালে তুলেছেন। তাই মুম্বইয়ের কাছে এবার সমর্থকদের একাংশের আশাও অনেকখানি।