/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-MS-and-FAF.jpg)
আইপিএল 2023 চলাকালীন RCB অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে CSK অধিনায়ক এমএস ধোনি (বাঁয়ে)। (স্পোর্টজপিক্স)
Indian Premiere League 2024: ১৭তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সিএসকে এবং আরসিবি। আর সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে মার্চের ১৮-য়, পেটিএম ইনসাইডার-এ সকাল ৯.৩০ থেকে।
সমর্থকদের জন্য খুশির খবর, ই-টিকেট নিয়েই এবার সকলে মাঠে প্রবেশ করতে পারবেন। ফিজিক্যাল টিকিটের দরকার নেই। টুর্নামেন্টের প্ৰথম ম্যাচেই ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকবে এম চিদাম্বরম স্টেডিয়াম।
ধোনি সম্ভবত নিজের শেষ আইপিএলে শেষবারের মত খেতাব জিততে মরিয়া হবেন। অন্যদিকে, ফাফ দু প্লেসিসের নেতৃত্বে আরসিবি চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করতে।
লোকসভা নির্বাচনের দামামা বেজে গেলেও ভারতেই আয়োজিত হবে আইপিএলের পুরো সংস্করণ। ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বোর্ড সচিব জয় শাহ বলেছেন, “পুরো আইপিএল ভারতেই হবে। বিসিসিআই পুরো সূচি নিয়ে কাজ করে চলেছে। খুব শীঘ্রই তা প্রকাশ্যে জানানো হবে।”
লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল। সাত দফা নির্বাচনের পর গণনা হবে ৪ জুন। ২০১৯-এও একই পরিস্থিতির মুখে পড়েছিল বিসিসিআই। তবে তখনও গোটা আইপিএল ভারতে আয়োজিত হয়েছিল। ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের মাত্র ২১ টি ম্যাচের সূচি ঘোষনা করা হয়েছে। বোর্ডের তরফে বলা হয়েছিল নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে এলেই বাকি টুর্নামেন্টের সূচি ঘোষণা করে দেওয়া হবে।
CSK বনাম RCB টিকিট বিক্রির বিবরণ
স্ট্যান্ড | দাম | বিক্রির ধরণ | বিক্রয় তারিখ |
সি |ডি | ই - লোয়ার | 1700 টাকা | অনলাইন বিক্রয় | 18.03.2024 |
আই | জে | কে - আপার | 4,000 টাকা | অনলাইন বিক্রয় | 18.03.2024 |
আই | জে | কে - নিম্ন | 4500 টাকা | অনলাইন বিক্রয় | 18.03.2024 |
সি | ডি | ই - আপার | 4,000 টাকা | অনলাইন বিক্রয় | 18.03.2024 |
কেএমকে টেরেস | 7,500 টাকা | অনলাইন বিক্রয় | 18.03.2024 |
বাকি ম্যাচগুলোর টিকিটের প্রাপ্যতা আমরা আপডেট করব যখন ঘোষণা করা হবে।