Advertisment

IPL Kolkata 2024 Tickets: ইডেনে KKR ম্যাচের টিকিট বিক্রি চালু! সকলের আগে কীভাবে কাটবেন টিকিট, জানুন ট্রিক

IPL Cricket Match Tickets 2024: কেকেআর শিবির মহা-প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছে গম্ভীরের সৌজন্যে। কেকেআরকে দু-বার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন নাইট সংসারে ফিরেছেন মেন্টর হয়ে। লখনৌ শিবির এবং রাজনীতি ছেড়ে পুরোপুরি এবার ক্রিকেটে মনোনিবেশ করছেন মহাতারকা। নাইট শিবিরে প্ৰথম দিনেই অগ্নিগর্ভ বক্তৃতায় নজর কেড়ে নিয়েছিলেন গম্ভীর।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL Cricket Match Tickets 2024: কেকেআর, ইডেন টিকিট

IPL Kolkata 2024 Tickets: শনিবার কেকেআর প্ৰথম ম্যাচ খেলবে হায়দরাবাদের বিপক্ষে (টুইটার এবং এক্সপ্রেস ফটো)

Upcoming IPL matches in Kolkata Tickets: অবশেষে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ার। এমনিতে কেকেআর ময়দানে নেমে পড়েছে অনেকদিন হল। ২৩ মার্চ শনিবার কেকেআর নিজেদের প্ৰথম ম্যাচে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। প্রিয় ইডেন গার্ডেন্সে। নিলামে কেকেআর সবথেকে বেশি অর্থ খরচ করে কিনে নিয়েছে মিচেল স্টার্ককে। স্টার্ক নাইট শিবিরে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। অন্যদিকে, প্যাট কামিন্স আবার নেতা হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের। কামিন্স-স্টার্ক দুজনেই আইপিএল নিলামে রেকর্ড অর্থ পেয়েছেন। আর প্ৰথম ম্যাচেই সম্মুখ সমরে দুজনে।

Advertisment

কামিন্স এক সিজন আগেও ছিলেন কেকেআরে। কমলা জার্সিতে তিনি নেতৃত্বে অভিষেক ঘটাবেন পুরনো ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে। আইডেন মারক্রামকে সরিয়ে কামিন্সকে নেতা ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির।

কেকেআর শিবিরে আবার একাধিক প্রত্যাবর্তন ঘটছে। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার গত সিজনে চোটের জন্য পুরোপুরি খেলতে পারেননি। এবার ফিরছেন তিনি। রঞ্জি ফাইনালের শেষ দু-দিন পিঠের সমস্যায় মাঠে না নামলেও শ্রেয়স কেকেআরের জার্সিতে শুরু থেকেই খেলবেন।

আরও পড়ুন- IPL না থাকলে দেনায় বিকিয়ে যেত পরিবার! লজ্জা না করে নিজের অর্থকষ্ট সামনে আনলেন টিম ইন্ডিয়া সুপারস্টার

এদিকে, কেকেআর শিবির মহা-প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছে গম্ভীরের সৌজন্যে। কেকেআরকে দু-বার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন নাইট সংসারে ফিরেছেন মেন্টর হয়ে। লখনৌ শিবির এবং রাজনীতি ছেড়ে পুরোপুরি এবার ক্রিকেটে মনোনিবেশ করছেন মহাতারকা। নাইট শিবিরে প্ৰথম দিনেই অগ্নিগর্ভ বক্তৃতায় নজর কেড়ে নিয়েছিলেন গম্ভীর।

অন্যদিকে, হায়দরাবাদ এবার নতুনভাবে নিজেদের সাজিয়ে নিয়েছে। আইডেন মারক্রামকে সরিয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের হাতে নেতৃত্বের দায়ভার তুলে দিয়েছে। হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরির সবথেকে বড় চ্যালেঞ্জ ট্র্যাভিস হেড, হেনরিখ ক্ল্যাসেন, গ্লেন ফিলিপস, মার্কো জ্যানসেন, ওয়ানিন্দু হাসারাঙ্গার মত টি২০ স্পেশালিস্ট বিদেশিদের সঙ্গে ভুবনেশ্বর কুমার, অভিষেক শৰ্মা, রাহুল ত্রিপাঠি, মায়াঙ্ক আগারওয়াল, উমরান মালিকদের কাছ থেকে সেরাটা বের করে আনা।

কীভাবে পাওয়া যাবে কেকেআর ম্যাচের টিকিট:
BookMyShow app অথবা website থেকে সমর্থকরা কেকেআর ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারেন। তবে আপাতত কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের টিকিট-ই উপলব্ধ।

প্রথম ধাপ: BookMyShow app-এ গিয়ে লোকেশন 'কলকাতা' বাছাই করতে হবে।

দ্বিতীয় ধাপ: এরপরে 'sports' ট্যাব-এ ক্লিক করে 'কলকাতা নাইট রাইডার্স' ম্যাচ সিলেক্ট করতে হবে। এরপরে সমর্থকদের বাছাই করতে হবে কোন কোন নাইট রাইডার্স ম্যাচের টিকিট সংগ্রহ করতে চান তাঁরা।

তৃতীয় ধাপ: BookMyShow ওয়েবসাইটে লগ ইন করে পছন্দের stand এবং seat সিলেক্ট করতে হবে।

চতুর্থ ধাপ: seat সিলেক্ট করার পর কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হবে, যেমন নাম, ফোন নম্বর, ইমেল আইডি। এরপরে ঠিকানা সহ পিনকোড দিতে হবে যাতে ফিজিক্যাল টিকিট বাড়ি পর্যন্ত ডেলিভারি করা সম্ভব হয়।

পঞ্চম ধাপ: 'Proceed to Pay' অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হলে booking কনফার্ম হবে।

ষষ্ঠ ধাপ: টিকিটের যাবতীয় বিবরণ এসএমএস এবং ইমেল-এর মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ফিজিক্যাল টিকিট আপনার বাড়িতে ম্যাচের আগে ডেলিভারি করে দেওয়া হবে। বাড়িতে ডেলিভারি সম্ভব না হলে ইডেনের বক্স অফিস থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

টিকিটের দাম কত:
কেকেআর ম্যাচের টিকিটের দাম ৭৫০ থেকে ২৭০০০ টাকা পর্যন্ত।

কোন স্ট্যান্ডের টিকিটের কত দাম:
Stand Ticket Price (INR)
Blocks - G1, H1 ( 750)
Blocks - B1, C1, D1, F1, K1, L1 (1000)
Blocks – (D, E, F, G, H, J ) 1500
Blocks – (C, K) 2000
Blocks – (B, L) 3000
Club House Upper Tier 5000
Club House Lower Tier 8000
B Block Premium 8500
Knights Pavilion VIP Hospitality (S-6, S-7) 19000
Knights Pavilion Corporate Hospitality (C4, C5, C7, C8, C9) 28000

KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders Eden Gardens IPL
Advertisment