Indian Premiere League 2024: আইপিএল খেলবেন না বলে আগেই ঘোষণা করে দিয়েছিলেন। তবে সেই জোফ্রা আর্চারকে ঠিক আইপিএলের আগেই দেখা গেল ভারতে। ঘুরতে নয়। বরং অনুশীলন মাঠে বল হাতে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেল ইংরেজ পেসারকে।
আসলে জোফ্রা আর্চারের ভারত-ভ্রমনের সঙ্গে আইপিএলের কোনও সম্পর্কই নেই। এপ্রিলের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপে নামার আগে কাউন্টি দল সাসেক্স প্রি-সিজন ট্যুর করছে ভারতে। আর নিজের কাউন্টি দলের হয়েই আর্চার এসেছেন ভারতে। আলুরে কর্ণাটকে রাজ্য দলের হয়ে সাসেক্সের বিপক্ষে অনুশীলন ম্যাচেও খেলতে দেখা গিয়েছে তাঁকে।
সাসেক্স কাউন্টি দলের পোস্ট করা এক ভিডিও আর্চারকে টম আলসোপের উইকেট নিতে দেখা গিয়েছে। অন্য এক টুইট ভিডিওয় আর্চারকে দেখা গেল কর্ণাটক রাজ্য দলের হয়ে টিম হাডলে অংশ নিতে। ২০২৩-এর মে মাসের পর থেকে আর্চারকে কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে অংশ নিতে দেখা যায়নি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে খেলার সময় কনুইয়ে পুরনো স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হন তারকা।
তার আগে ২০২২-এর মেগা নিলামে আর্চারের চোট স্বত্ত্বেও ভবিষ্যতের বিনিয়োগের কথা ভেবে তারকাকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্ৰথম সিজনে একটাও ম্যাচ খেলেননি তারকা।
ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মাঝামাঝি আর্চারের পুরনো চোট আবার চাগার দিয়ে ওঠে। বিশ্বকাপে ইংল্যান্ডের রিজার্ভ হিসাবে ভারতে এসেছিলেন তারকা। বিশ্বকাপ চলাকালীনই আর্চারকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ইংল্যান্ড। এরপরে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান তারকা। কবে প্রত্যাবর্তন ঘটবে, তা নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
মার্চের ২০২১ থেকে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে মাত্র ৭টা সীমিত ওভারের ম্যাচ খেলেছেন আর্চার। তা সত্ত্বেও ইসিবির তরফে স্পিডস্টারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। পিঠের স্ট্রেস ফ্র্যাকচার, ডান হাতের কনুইয়ে চিড় ক্রমাগত ভুগিয়ে চলেছে আর্চারকে।
জুনে ক্যারিবিয়ান এবং মার্কিন মুলুকে বসছে টি২০ ওয়ার্ল্ড কাপের আসর। যেই ইভেন্টে পুরোপুরি ফিট হয়েই আর্চার নামবেন, এমনটাই আশা করছে ইংল্যান্ড শিবির।