/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/gambhir-modi.jpg)
Gautam Gambhir: কেকেআরের মেন্টরের ভূমিকায় দেখা যাবে গম্ভীরকে (টুইটার)
IPL 2024 and Lok Sabha Elections 2024: ক্রিকেটেই আপাতত মনোনিবেশ করতে চান। তাই রাজনীতি থেকে তাঁকে যেন সাময়িকভাবে রেহাই দেওয়া হয়! লোকসভা নির্বাচনের আগেই বিজেপিত কাছে গম্ভীরের আর্জি হঠাৎ তোলপাড় ফেলে দিল গোটা দেশে। জাতীয় দলের প্রাক্তন তারকা দিল্লি থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছে গত লোকসভা নির্বাচনে।
তবে এবার তাঁকে দেখা যাবে পুরোনো দল কেকেআরে। মেন্টরের ভূমিকায়। মার্চের ২২ তারিখ থেকে শুরু হয়ে যাবে আইপিএল। ইতিমধ্যেই লোকসভা নির্নাচনের দামামা বেজে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিজেপির পার্টি প্রেসিডেন্ট জেপি নাড্ডার কাছে গম্ভীর অনুরোধ করেছেন, লোকসভা নির্বাচনে তাঁকে যেন অব্যাহতি দেওয়া হয়। সেই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
I have requested Hon’ble Party President @JPNadda ji to relieve me of my political duties so that I can focus on my upcoming cricket commitments. I sincerely thank Hon’ble PM @narendramodi ji and Hon’ble HM @AmitShah ji for giving me the opportunity to serve the people. Jai Hind!
— Gautam Gambhir (@GautamGambhir) March 2, 2024
গম্ভীর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, "আমি মাননীয় পার্টি সভাপতি @JPNadda জিকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি যাতে আমি আমার আসন্ন ক্রিকেট প্রতিশ্রুতিগুলিতে ফোকাস করতে পারি। আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi জি এবং মাননীয় HM @AmitShah জিকে ধন্যবাদ জানাই আমাকে মানুষের সেবা করার জন্য সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।"
২০১৮-র ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তারপর গম্ভীর শাসক দল বিজেপিতে যোগ দেন। গত লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে তারকা ক্রিকেটার ৬,৯৫,১০৯ ভোটের বিশাল ব্যবধানে জিতে লোকসভার সদস্য হন।
এদিকে, আইপিএলে ২০২২ এবং ২০২৩ সিজনে গম্ভীর লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির প্ৰথম দুই সিজনে মেন্টরের দায়িত্বও পালন করেছেন। তবে আসন্ন সিজনের আগে গম্ভীর ফিরে এসেছেন কেকেআরে। যে দলকে নেতৃত্ব দিয়ে তিনি দুবার আইপিএল জিতেছেন। মেন্টরের চেয়ারে বসবেন তিনি। ধোনি, রোহিতের পর আইপিএলের ইতিহাসে তৃতীয় সফলতম ক্যাপ্টেন গম্ভীর।