IPL 2024, KKR, Gus Atkinson-dushmantha chameera: আইপিএল শুরুর আগেই দল অদল বদল করতে হল কেকেআরকে। নিলাম থেকে কেকেআর কিনেছিল ইংল্যান্ডের পেসার গাস আটকিনসনকে। তিনি আসন্ন আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জায়গায় কেকেআর স্কোয়াডে অন্তর্ভুক্ত করল ৩২ বছরের শ্রীলঙ্কার সিমার দুষ্মন্ত চামিরাকে।
নিলামে কেকেআর অনেক আশা করে গাস আটকিনসনকে সই করিয়েছিল ১ কোটি টাকার বিনিময়ে। তবে তিনি কেন আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন, তা এখনও স্পষ্ট নয়। ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন সিমার। তাঁর নামের পাশে ৬ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে সেরকম অভিজ্ঞতা না থাকলেও আটকিনসন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ অভিজ্ঞ। সবমিলিয়ে ৪৬ টি২০ ম্যাচে ৬২ উইকেট নিয়েছেন ইংরেজ পেসার।
আরও পড়ুন: ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া ভারতীয় সুপারস্টারই নেই রাঁচি টেস্টে! সুযোগের অপেক্ষায় বাংলার দুই তারকা
আটকিনসনের জায়গায় কেকেআর স্কোয়াডে জায়গা পাওয়া দুষ্মন্ত চামিরা আবার বেশ অভিজ্ঞ ফ্র্যাঞ্চাইজি এবং আন্তর্জাতিক- দুই ক্ষেত্রেই। শ্রীলঙ্কার হয়ে ৫৫ টি২০ ম্যাচে ৫৫ উইকেট পেয়েছেন। সবমিলিয়ে ১১৯ টি২০'তে তাঁর সংগ্রহে ১১৮ উইকেট।
দারুণ গতি রয়েছে। সেইসঙ্গে উইকেটের দুই প্রান্তেই সুইং করাতে পারেন তিনি। সেই কারণেই আইপিএলে কেকেআরের হয়ে সফল হওয়ার যাবতীয় মশলা রয়েছে লঙ্কান স্পিডস্টারের। এর আগে আরসিবি, লখনৌ সুপার জায়ান্টস, রাজস্থানেল রয়্যালসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কদের সঙ্গে চামিরা কেকেআরের বোলিংয়ে নতুন শক্তি হয়ে উঠবেন, এমনটাই আশা ফ্র্যাঞ্চাইজির। চামিরা নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় খেলবেন আইপিএল।