Advertisment

KKR: টানা দুটো টি২০ সেঞ্চুরি, ৪৮ বলে শতরান! বিধ্বংসী ব্যাটারকে সই করিয়ে ঝড় তুলল নাইটরা

KKR signs Phil Salt: নিলামে সল্টের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। সেই টাকাতেই তিনি আসছেন কেকেআরে। নিলামে অবিক্রিত থাকার খেদ তিনি মেটান ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই আক্রমণাত্মক উইকেটকিপার-ব্যাটার পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৪৮ বলে ত্রিনিদাদে শতরান হাঁকিয়ে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে যুগ্ম দ্রুততম শতরানকারী হিসাবে নিজের নাম রেকর্ড বইয়ে তুলে ফেলেছিলেন তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Image ALT: KKR, IPL, Kolkata Knight Riders, KKR schedule fixture

KKR in IPL 2024: কেকেআর এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামবে আইপিএলে (আইপিএলজ টুইটার)

Indian Super League Kolkata Knight Riders: ব্যক্তিগত কারণে আইপিএল শুরুর আগেই কেকেআর ত্যাগ করেছিলেন জেসন রয়। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের বদলে ইংরেজ ব্যাটারকেই সই করাল কেকেআর। জেসন রয়ের পরিবর্ত হিসাবে নাইটদের শিবিরে যোগ দিচ্ছেন ফিল সল্ট।

Advertisment

ফিল সল্ট গত সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। তবে গত নিলামে অবিক্রিত ছিলেন তারকা। কেরিয়ারের দ্বিতীয় আইপিএলে সিজনে তিনি যোগ দিচ্ছেন কেকেআরে।

নিলামে সল্টের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। সেই টাকাতেই তিনি আসছেন কেকেআরে। নিলামে অবিক্রিত থাকার খেদ তিনি মেটান ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই আক্রমণাত্মক উইকেটকিপার-ব্যাটার পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৪৮ বলে ত্রিনিদাদে শতরান হাঁকিয়ে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে যুগ্ম দ্রুততম শতরানকারী হিসাবে নিজের নাম রেকর্ড বইয়ে তুলে ফেলেছিলেন তারকা। নিলামে আনসোল্ড থাকার আক্ষেপ মিটল রবিবার।

শ্রেয়স আইয়ার এবং সাকিব আল হাসান ছিটকে যাওয়ার পর গত সিজনে জেসন রয়কে কেকেআর রিপ্লেসমেন্ট হিসাবে সই করিয়েছিল। টুর্নামেন্টের মাঝপথে প্রথম একাদশে জায়গা পেয়ে মাতিয়ে দিয়েছিলেন লিগ। ৮ ম্যাচে ৩৫.৮৩ গড়ে ১৫১.৬০ স্ট্রাইক রেটে জেসন রয় নিজের জাত চিনিয়ে গিয়েছিলেন।

এবার লিগ শুরুর আগেই জেসন রয়ের নাম প্রত্যাহার করে নেওয়ায় বিপদ বেড়েছিল নাইটদের। তবে ফিল সল্ট যোগ দেওয়ার ব্যাটিং তো বটেই উইকেটকিপিং বিভাগ-ও আরও জোরদার হল।

রহমনউল্লাহ গুরবাজ বাদ দিয়ে সেরকম ভরসাযোগ্য উইকেটকিপার-ব্যাটার ছিল না নাইটদের। সল্ট যোগ দেওয়াই একই ঢিলে দুই পাখি মারল গম্ভীরের কেকেআর।

IPL Kolkata Knight Riders KKR Cricket News
Advertisment