Advertisment

KKR: জয়সওয়াল, বেয়ারস্টো, শেওয়াগের থেকেও ভয়ঙ্কর এই KKR তারকা! বোলার হয়েও ব্যাটে স্ট্রাইক রেট মাঠ কাঁপানো

Sunil Narine strike rate in power play: এমনই কীর্তি ঘটেছে সুনীল নারিনের ক্ষেত্রেও। স্পিনার হিসাবেই জগৎ জোড়া প্রসিদ্ধি তাঁর। তবে আইপিএলে তাঁর ব্যাটিং কীর্তি ম্লান করে দেবে সেরা সেরা টি২০ ব্যাটারদের পরিসংখ্যানকেও। আইপিএলে সুনীল নারিনকে বহুবার টপ অর্ডারে ব্যবহার করেছে কেকেআর শিবির।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR, IPL, Kolkata Knight Riders

KKR 2024: কলকাতা নাইট রাইডার্স (টুইটার)

Indian Premier League 2024: আইপিএলে প্রত্যেক সিজনেই নতুন নতুন রেকর্ড ভাঙা-গড়া হয়। টুর্নামেন্টের শুরুর সিজন থেকেই এই ট্র্যাডিশন অব্যাহত। কখনও কখনও বোলার ব্যাটার হিসাবে বা ব্যাটার বোলার হিসাবে এমন সমস্ত রেকর্ডের অধিকারী হয়ে যান, যা সাধারণ যুক্তি তর্কের ঊর্ধে। আপাত দৃষ্টিতে তা অসম্ভব মনে হলেও সেই রেকর্ডই শেষমেশ পরিসংখ্যান-বইয়ে জায়গা জুটিয়ে ফেলে।

Advertisment

এমনই কীর্তি ঘটেছে সুনীল নারিনের ক্ষেত্রেও। স্পিনার হিসাবেই জগৎ জোড়া প্রসিদ্ধি তাঁর। তবে আইপিএলে তাঁর ব্যাটিং কীর্তি ম্লান করে দেবে সেরা সেরা টি২০ ব্যাটারদের পরিসংখ্যানকেও। আইপিএলে সুনীল নারিনকে বহুবার টপ অর্ডারে ব্যবহার করেছে কেকেআর শিবির।

আরও পড়ুন- বোর্ডের চুক্তিতে বাদ পড়েও হেলদোল নেই! মালিঙ্গাকে নকল করে ফের শিরোনামে ঈশান কিষান, দেখুন ভিডিও

পাওয়ার প্লেতে একাধিকবার রানের গতি তোলার জন্য নারিনকে ইনিংসের শুরুতে ব্যবহার করার স্ট্র্যাটেজি কষেছিল কেকেআর। কখনও সেই প্ল্যানিং খেটে গিয়েছে, কখনও আবার সেই প্ল্যানিং কাজে আসেনি। তবে নারিনের স্ট্রাইক রেট রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। বাঘা বাঘা অনেক ব্যাটারকেই পিছনে ফেলে দিয়েছেন নারিন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

আইপিএলে পাওয়ার প্লেতে নূন্যতম ৫০০ রান করা ব্যাটারদের তালিকায় সবথেকে বেশি পাওয়ার প্লের অধিকারী স্বয়ং নারিন। পরিসংখ্যান বলছে, নারিন পাওয়ার প্লেতে ব্যাটিং করে ৬৬৫ রান করেছেন। স্ট্রাইক রেট অবিশ্বাস্য ১৭১.৮৩। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তারকা ব্যাটার রাজস্থানের জার্সিতে ৭২৭ রান করেছেন ১৫২.০৯ স্ট্রাইক রেট সমেত।

জনি বেয়ারস্টো রয়েছেন তৃতীয় পজিশনে। ইংরেজ তারকা ৭৬২ রান করেছেন ১৪৭.৬৯ স্ট্রাইক রেটে। দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ ১৪৫.৩০ স্ট্রাইক রেটে পাওয়ার প্লেতে ১২০৬ রান করেছেন। পাওয়ার প্লেতে সর্বাধিক স্টাইক রেট নিয়ে ব্যাটিং করা তারকাদের তালিকায় পঞ্চম স্থানে বীরেন্দ্র শেওয়াগ। ১৫৬৮ রান করেছেন ১৪৩.৮৫ গড়ে।

পাওয়ার প্লেতে সর্বাধিক স্ট্রাইক রেট নিয়ে রান করা ব্যাটারদের তালিকা: (নূন্যতম ৫০০ রান)
সুনীল নারিন (১৭১.৮৩)- ৬৬৫ রান
যশস্বী জয়সওয়াল (১৫২.০৯)- ৭২৭ রান
জনি বেয়ারস্টো (১৪৭.৬৯)- ৬৭২ রান
পৃথ্বী শ (১৪৫.৩০)- ১২০৬ রান
বীরেন্দ্র শেওয়াগ (১৪৩.৮৫)- ১৫৬৮ রান

KKR Kolkata Knight Riders IPL
Advertisment