/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/IPL-KKR.jpg)
KKR in IPL 2024: কেকেআর এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামবে আইপিএলে (আইপিএলজ টুইটার)
Kolkata Knight Riders IPL 2024 Full Schedule: আসন্ন মরসুমের জন্য আইপিএলের সময়সূচি আংশিকভাবে ঘোষণা করা হল। কারণ বিসিসিআই লোকসভা নির্বাচনের তারিখ এড়াতে চাইছে। আর, এজন্য নির্বাচন কমিশনের সময়সূচি ঘোষণার অপেক্ষায় আছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের ২০২৪ আইপিএল উদ্বোধনী ম্যাচে ২৩ মার্চ কলকাতায় সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। নীতীশ রানারের নেতৃত্বে কেকেআর আইপিএল ২০২৩-এ সপ্তম স্থানে ছিল। গতবার চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। এবার তিনি দলের অধিনায়কত্ব করবেন।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম পর্বের ম্যাচ, ভেন্যু এবং ম্যাচের সময়ের তালিকা:
২৩ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। স্থান- ইডেন গার্ডেন, কলকাতা। সময়- সন্ধে ৭টা ৩০।
২৯ মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। সময়- সন্ধে ৭টা ৩০।
৩ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম। সময়- সন্ধে ৭টা.৩০।
Ready for some star-studded nights, @KKRiders? ⚔
Your favourite side will be starting their #TATAIPL2024 journey at HOME against @SunRisers on 23rd March!
Save this post to your collection NOW, #Kolkata fans! 💜 pic.twitter.com/YmD9Az49Kd— Star Sports (@StarSportsIndia) February 22, 2024
IPL 2024
কেকেআর এবারের মরশুমে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে পরামর্শদাতা হিসেবে চুক্তিবদ্ধ করেছে। তারা অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক-কে বিপুল অর্থের বিনিময়ে দলে নিয়েছে। স্টার্ক দীর্ঘবছর বাদে আইপিএলে ফিরছেন। আইপিএল ২০২৪-এর নিলামে কেকেআর ২৪.৭৫ কোটি টাকায় স্টার্ককে দলে নিয়েছে।
আরও পড়ুন- মাত্র ২১ দিনের সূচি প্রকাশ! ধোনি-ম্যাচেই উদ্বোধন IPL-এর, কেন! জানুন আসল কারণ
কেকেআর স্কোয়াড
নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আংক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পাণ্ডে, মুজিবুর রহমান, দুষ্মন্ত চামেরা, সাকিব হুসেন।