আর মাত্র ২৪ ঘন্টা। তারপরেই ঝড় উঠবে দুবাইয়ের কোকাকোলা এরেনায়। বসছে নিলামের আসর। ভারতের বাইরে এই প্রথমবার বিদেশের মাটিতে হচ্ছে নিলাম-পর্ব। আর ইতিহাস গড়া সেই নিলামেই নতুন নজির তৈরি করতে চলেছেন এক মহিলা।
মল্লিকা সাগর মঙ্গলবারের পরেই ভারতের ঘরে ঘরে সম্ভবত পরিচিতি পেতে চলেছেন। তিনিই যে এবার নিলামের দায়িত্বে! আইপিএলের নিলামের ইতিহাসে এই প্রথমবার কোনও মহিলা নিলাম-পর্ব সম্পন্ন করবেন। ২০১৮ পর্যন্ত আইপিএলের নিলাম সামলেছেন নামি নিলামকারী রিচার্ড ম্যাডলে। তারপর নিলামের হাতুড়ি উঠেছিল হিউ এডমেডিসের হাতে। দু-বছর আগে মেগা নিলাম চলাকালীন-ই অসুস্থ হয়ে পড়েন এডমেডিস। অস্থায়ীভাবে দায়িত্ব সামলান চারু শর্মা।
এবার অবশ্য কোনও পুরুষের হাতে কোটি কোটি টাকার নিলামের দায়িত্ব থাকছে না। ক্রিকবাজ-এর এক রিপোর্টে বলা হয়েছে, নিলাম বিশেষজ্ঞ মল্লিকা সাগর-ই এবার নিলাম পরিচালন করবেন। বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে সেই রিপোর্টে বলা হয়েছে, "স্বাধীন নিলাম পরিচালনাকারী মল্লিকা এবারের আইপিএলের নিলামের দায়িত্বে। সমস্ত খুঁটিনাটি বিষয় তিনিই পরিচালনা করবেন।"
অবশ্য বোর্ডের ইভেন্টে মল্লিকা এবারই প্রথম নন। ডব্লিউপিএল-এর নিলাম কয়েক দিন আগেই পরিচালনা করেছেন। এবার তাঁর হাতে আরও বড় দায়িত্ব দিল বোর্ড।