Advertisment

Mohammed Shami: হার্দিক চলে যাওয়ায় গুজরাটের কোনও ক্ষতি নেই! সতীর্থকে ঠুসে দিয়ে বিস্ফোরক এবার শামি

Mohammed Shami on Hardik Pandya: হার্দিকের দলবদল নিয়েই এবার খুল্লামখুল্লা মুখ খুললেন মহম্মদ শামি। গুজরাট টাইটান্স-এর তারকা পেসার নিউজ২৪ কে দেওয়া সাক্ষাৎকারে এবার বলে দেন, হার্দিক চলে গেলেও দলের কোনও ক্ষতি হবে না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami, Hardik Pandya, IPL 2024, Gujarat Titans

Hardik Pandya Mohammed Shami: হার্দিক পান্ডিয়া এবং মহম্মদ শামি (টুইটার)

আইপিএল নিলামের আগেই বিতর্কিত দলবদলের সাক্ষী থেকেছিল ক্রিকেট দুনিয়া। গুজরাটকে টানা দুবার আইপিএল ফাইনালে তোলা অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুম্বই শিবিরে যোগ দেন। রিটেনশনের শেষ দিনে মাত্র ছয় ঘন্টায় বদলে গিয়েছিল হার্দিকের আইপিএল ঠিকানা। বিতর্কের জন্ম দিয়ে আইপিএলের এক সূত্র জানিয়ে দেয়, গুজরাট ফ্র্যাঞ্চাইজি নয়, হার্দিকের সঙ্গে সরাসরি মুম্বই যোগাযোগ করে দলবদলে উস্কানি দেয়।

Advertisment

শুধু আইপিএলে দলবদলই নয়, হার্দিক নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে নেতৃত্বের দায়িত্বও দখল করে নেন। রোহিতকে সরিয়ে।

হার্দিকের দলবদল নিয়েই এবার খুল্লামখুল্লা মুখ খুললেন মহম্মদ শামি। গুজরাট টাইটান্স-এর তারকা পেসার নিউজ২৪ কে দেওয়া সাক্ষাৎকারে এবার বলে দেন, হার্দিক চলে গেলেও দলের কোনও ক্ষতি হবে না। বিস্ফোরক সাক্ষাৎকারে শামি বলে দিয়েছেন, "কারোর চলে যাওয়ায় কিছু যায় আসে না। হার্দিক যেতে চেয়েছে চলে গিয়েছে। অধিনায়ক হিসেবে ও দারুণ খেলেছে। দলকে দুবার ফাইনালে তুলেছে। একবার কাপ পেয়েছে। গুজরাটে আজীবন থাকার বিষয়ে ও প্রতিশ্রুতিবদ্ধ নয়।"

হার্দিকের জায়গায় গুজরাট টাইটান্সকে নতুন সিজনে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শামির বক্তব্য, আরও অভিজ্ঞ হয়ে উঠলে শুভমানও অন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতেই পারে। শামির সংযোজন, "শুভমান গিল-ও খেলতে খেলতে অভিজ্ঞতা সঞ্চয় করবে। ভবিষ্যতে ও অন্য দলে যোগ দেবে। এটা খেলার অংশ।"

IPL Hardik Pandya Cricket News Gujarat Titans cricket Mohammed Shami
Advertisment