শামিকে নিয়ে আইপিএলের বাজার ফের উত্তপ্ত হয়ে উঠল। হার্দিক পান্ডিয়ার দলবদল ঘিরে চূড়ান্ত নাটক দেখেছিল আইপিএল দুনিয়া। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গিয়েছিল হার্দিকের ফ্র্যাঞ্চাইজি ঠিকানা। এবার সেই পথেই নাকি মহম্মদ শামিকে পাওয়ার চেষ্টা করছে এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। এমনই গুরুতর অভিযোগ করে বসলেন গুজরাট টাইটান্স-এড সিইও কর্নেল অরবিন্দর সিং।
স্বপ্নের ছন্দে রয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপে একের পর এক নজির তাঁর দখলে। মেগা টুর্নামেন্টে ঝড় তুলে দিয়েছিলেন মহম্মদ শামি। একাই মাতিয়ে দিয়েছিলেন। সেরাদের ব্র্যাকেটে নিজেকে তুলে নিয়ে গিয়েছেন। ভারতের হয়ে বিশ্বকাপে সেরা পারফর্মার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। এমনকি সর্বকালের সেরাদের তালিকাতেও শামি প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। মাত্র ৯ ম্যাচ খেলে তাঁর নামের পাশে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ২৪ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। ভারতের হয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটও দখল করেছেন তিনি। জাহির খান, শ্রীনাথদের পেরিয়ে গিয়েছেন তিনি।
আইপিএলেও দুরন্ত ছন্দে ছিলেন গুজরাট টাইটান্স-এর জার্সি গায়ে। নতুন এই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে শামি দুই সিজনেই ৪৮ উইকেট দখল করে ফেলেছেন। আসন্ন আইপিএল শামির জন্য আরও গুরুত্বপূর্ণ। এই আইপিএল পারফরম্যান্সের ওপরেই নির্ভর করবে শামি টি২০ ওয়ার্ল্ড কাপের দলে জায়গা পাবেন কিনা!
ঘটনা হল, ফর্মের চূড়ায় থাকা শামিকেই এবার বেআইনিভাবে পেতে উদ্যোগী হল আইপিএলের অন্য এক ফ্র্যাঞ্চাইজি। গুজরাট টাইটান্স-এর সিইও কর্নেল অরবিন্দর সিং টিভি-১৮'কে জানিয়েছেন, "ভালো ক্রিকেটার নিয়ে দল শক্তিশালী করার অধিকার সমস্ত ফ্র্যাঞ্চাইজির রয়েছে। মহম্মদ শামি আমাদের হয়ে দারুণ খেলেছে গত কয়েক সিজন ধরে। বেগুনি টুপির মালিকও হয়েছেন গত সিজনে। বিশ্বকাপে তো দারুণ পারফর্ম করেছেন সম্প্রতি। তবে খারাপ জিনিস হল কোনও ফ্র্যাঞ্চাইজি যখন সরাসরি প্লেয়ারদের প্রস্তাব দিয়ে বসে। বিসিসিআইয়ের তরফে পদ্ধতিগত কিছু বিষয় ঠিক করে দেওয়া হয়েছে। কোনও ফ্র্যাঞ্চাইজির তরফে ইচ্ছা প্রকাশ করা হলে সেটা বিসিসিআইয়ের তরফে সংশ্লিস্ট ফ্র্যাঞ্চাইজির কাছে প্রস্তাব রাখা হয়। তারপরই ঠিক করা হয় সেই ক্রিকেটারকে ট্রেড করা হবে কিনা!"
হার্দিককে ট্রেডিংয়ে মুম্বই কেনার পরেই বিতর্কের ঝড় উঠেছিল। বলা হয়েছিল, নিয়ম মেনে ট্রেডিং করা হয় নি গুজরাটের আইপিএলজয়ী অধিনায়কের ক্ষেত্রে। ঘটনাচক্রে, এর আগে রবীন্দ্র জাদেজাও একইভাবে আইপিএলে দল বদলাতে গিয়ে নিষিদ্ধ হয়েছিলেন।
সবমিলিয়ে, শামিকে নিয়ে নিলামের আগেই উত্তপ্ত আইপিএল দুনিয়া।