IPL 2023, RCB vs LSG: বছর খানেক পেরোয়নি। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। মাঠেই কুৎসিত দ্বন্দযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন লখনৌ সুপার জায়ান্টস পেসার নভিন উল হক এবং বিরাট কোহলি। সেই সংঘর্ষে পরে নাম লিখিয়ে বিষয়টি অন্য মাত্রায় টেনে নিয়ে যান গৌতম গম্ভীর।
বহু জলঘোলা হয়েছিল সেই বিষয় নিয়ে। আইপিএলের অন্যতম কুৎসিত বিজ্ঞাপন হিসাবে উঠে এসেছিল এই ঘটনা। বছর দশেক আগে কোহলি বনাম গম্ভীর দ্বন্দ্বের রেশও ফিরিয়ে এনে দেয় এই ঘটনা।
মার্চের ২২ তারিখ থেকেই আইপিএলের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। আড়াই সপ্তাহ পরে নতুন সংস্করণের আইপিএল সূচনার ঠিক আগেই এবার আলোচনায় উঠে এল গত সিজনের বিতর্কিত সেই ঘটনা।
এক সাক্ষাৎকারে নভিন উল হক হঠাৎ বলে দিয়েছেন, কোহলির সঙ্গে স্লেজিং করছিলেন সিরাজ-ও। জালমি টিভির এক পডকাস্টে আফগান তারকা পেসার বলে দিয়েছেন, "আমরা বেঙ্গালুরুতে এওয়ে ম্যাচ খেলতে গিয়েছিলাম। সেখানেই যাবতীয় ঘটনার সূত্রপাত। আমরা সেই ম্যাচে জয় পাই। খুব হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল সেটা। আমাদের একজন প্লেয়ার (আবেশ খান) হেলমেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। এটা বিরাট ভালোভাবে নেয়নি। পরে ওঁরা যখন লখনৌয়ে আসে, সেই সময় আমি সম্ভবত ৯ অথবা ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলাম। আমি যখন ব্যাট করতে নামি তখন আমরা ইতিমধ্যেই হেরে বসেছিলাম।"
আরও পড়ুন- আম্বানির ছেলের বিয়েতে ধোনির ‘পাগলু’ ড্যান্স! অচেনা মাহির ভিডিও ফাঁস হতেই ভাইরাল, দেখুন
"তবে আমাকে যে স্লেজিং করা হবে, সেটা ভাবতে পারিনি। তবে এটা যখন হয়, আমি কিন্তু নিজেকে সামলাতে পারিনা, এটা আগেও বলেছি। ম্যাচের পর করমর্দনের সময়েও সেটা হয়ে চলেছিল। আর স্লেজিং করছিল বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজ।"
গম্ভীরের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন নভিন। জানিয়েছেন, "গম্ভীর গোটা ঘটনার আবেগে ভেসে গিয়েছিল। কিন্তু আগের ম্যাচে আমাদের যখন ১ বলে ১ রান দরকার ছিল, ওঁদের একজন বোলার আমাদের নন-স্ট্রাইকিং এন্ডের ব্যাটারকে রান আউট করতে চেয়েছিল। সেই বোলার বেল ফেলতে পারেনি। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।"
"স্পিরিট অনুযায়ী এটা মোটেই ভালো নয়। ততক্ষণ পর্যন্ত খেলা ভালোই এগোচ্ছিল। রান আউটে খেলা সমাপ্ত হলে সেটা লজ্জার হত। সেই কারণেই গম্ভীর সমর্থকদের চুপ করিয়ে দিতে চেয়েছিল। ও ভীষণ প্যাশনেট কোহলির মতই।"