Advertisment

রোহিতকে আচমকা নেতৃত্ব থেকে ছাঁটল মুম্বই ইন্ডিয়ান্স! বিতর্কের ঝড় উঠে গেল এক ঘোষণায়

পাঁচবারের IPL জয়ী ক্যাপ্টেন ছাঁটাই! রোহিতকে ভয়াবহ সংবাদ দিয়ে তুলকালাম ফেলল মুম্বই ইন্ডিয়ান্স

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-sharma

আইপিএলের সফলতম ক্যাপ্টেন রোহিত শর্মা (টুইটার)

জল্পনা চলছিল-ই। সেই জল্পনায় এবার সিলমোহর দিল শুক্রবারের মেগা আপডেট। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। দুবাইয়ে আগামী সপ্তাহে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বসছে নিলামের আসর। সেই নিলামের আগেই বিরাট ঘোষণা করে ফেলল মুম্বই।

Advertisment

জানিয়ে দেওয়া হল, হার্দিক পান্ডিয়াই মুম্বইয়ের আগামী নেতা হচ্ছেন। নিলামের আগেই বিরাট ট্রান্সফারে গুজরাট থেকে মুম্বইয়ে সই করেছিলেন হার্দিক। সেই দলবদল ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। ভবিষ্যতে হার্দিককে নেতা করার জন্যই যে তারকা অলরাউন্ডারকে বিরাট অর্থ খরচ করে মুম্বই নিয়েছিল, তা নিয়ে একমত ছিল ক্রিকেট বিশ্ব। তবে এই সিজনেই যে রোহিতকে সরিয়ে হার্দিককে নেতা করে দেওয়া হবে, ভাবা যায়নি।

নেতৃত্বের এই ব্যাটন বদল নিয়ে মুম্বইয়ের প্রেস বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল হেড মাহেলা জয়াবর্ধনে বলে দিয়েছেন, "মুম্বইয়ের ভবিষৎ দর্শনের প্রতি সৎ থাকার ট্র্যাডিশন থেকেই এই নেতৃত্বে বদল। শচীন-হরভজন থেকে রিকি পন্টিং-রোহিত জমানা বরাবর-ই মুম্বইয়ের নেতৃত্ব গ্রুপ ব্যতিক্রমী থেকেছে। ভবিষ্যতের দল গোছানোয় জোর দিয়ে তাৎক্ষণিক সাফল্যে নজর দিতে হয়েছে। এই দর্শনের সঙ্গে সাযুজ্য রেখেই হার্দিক ২০২৪ সিজনে মুম্বইয়ের অধিনায়ক হচ্ছেন।"

রোহিতের অধীনে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের বিরাট শক্তি রূপে আবির্ভূত হয়েছে। একদশক অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন দলকে। রোহিতকে প্রশংসা করে মাহেলা জয়াবর্ধনে বলেছেন, "অনবদ্য অধিনায়কত্বের জন্য রোহিত শর্মাকে কৃতজ্ঞতা জানাতে চাই আমরা। ২০১৩ থেকে ওঁর নেতৃত্ব-কাল অবিস্মরণীয় বললেও কম বলা হয়। ও দলকে কেবলমাত্র ভিন্ন উচ্চতায় নিয়ে যায়নি। নিজেকেও আইপিএলে ইতিহাসের সফলতম হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ওঁর অধিনায়কত্বে মুম্বই অন্যতম সফল এবং দর্শকদের কাছে সবথেকে বেশি সমাদৃত দল হিসেবে উঠে এসেছে। মাঠ এবং মাঠের বাইরে রোহিতের পরামর্শ আমাদের আরও শক্তিশালী করবে। নতুন অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে স্বাগত জানাচ্ছি আমরা।"

Mumbai Indians Rohit Sharma Hardik Patel IPL
Advertisment