/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/mumbai-indians.webp)
Mumbai Indians squad: আইপিএলে চ্যাম্পিয়ন হতেই নামছে মুম্বই ইন্ডিয়ান্স (টুইটার)
Luke Wood in Mumbai Indians squad: মার্চের ২৪ তারিখে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্ৰথম আইপিএল ম্যাচ খেলতে নামছে। তার আগেই বড়সড় ঝটকা খেল হার্দিক-রোহিতের দল। চোটের কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরনডর্ফ। আসন্ন সিজনে তাঁকে আইপিএলে খেলতে দেখা যাবে না। বেহরনডর্ফ-এর জায়গায় মুম্বই সই করাল লিউক উডকে।
গত সিজনের আগে অজি তারকা পেসারকে সই করিয়েছিল মুম্বই। ১২ ম্যাচ খেলে ১৪ উইকেটও নেন তারকা। সেরা বোলিং পারফরম্যান্স ছিল ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট। তবে নির্ভরযোগ্য এই স্পিডস্টারের সার্ভিস এবার আর পাবে না পাঁচবারের চ্যাম্পিয়ন দল। কোনওদিন আইপিএলে না খেলা লিউক উডকে সই করিয়ে কিছুটা ফাটকাই খেলল ইন্ডিয়ান্স শিবির।
ফ্র্যাঞ্চাইজি লিগে লিউক উড ভীষণই পরিচিত মুখ। তবে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ২টো ওয়ানডে এবং ৫টা টি২০। একদিনের ক্রিকেটে কোনও উইকেট না পেলেও উড আন্তর্জাতিক টি২০-তে ৮টি উইকেট দখল করেছেন। আইপিএলে এবারই প্ৰথম খেলবেন উড। টি২০-তে তাঁর সেরা বোলিং ফিগার ৫০ রানের বিনিময়ে ৫ উইকেট। তাঁকে বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় সই করানো হল।