New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/shah-rukh-gambhir-rohit.jpg)
Rohit Sharma as KKR captain: প্রিয় ইডেন নিয়ে খোলামেলা বার্তা দিয়েছিলেন রোহিত (টুইটার)
Rohit Sharma as KKR captain: প্রিয় ইডেন নিয়ে খোলামেলা বার্তা দিয়েছিলেন রোহিত (টুইটার)
Rohit Sharma wishes to captain Kolkata Knight Riders: বেনজিরভাবে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কয়েক সপ্তাহ আগে। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল শুরুর আগেই ঝড় তোলা বিতর্কের সিদ্ধান্ত নিয়ে তোলপাড় ফেলেছিল। গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে এনে সরাসরি নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স-এর তরফে। পাঁচবার আইপিএলে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন হিটম্যান। তাঁকেই কিনা সরাসরি নেতৃত্ব থেকে ছাঁটাই!
এই ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। এমনকি রোহিতের স্ত্রী রীতিকা সাজদে মুম্বই হেড কোচ মার্ক বাউচারের পডকাস্টের বিরোধিতা করেছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে। রোহিত নিজে মুখ খোলেননি।
এমন অবস্থায় মুম্বইয়ের ড্রেসিংরুমে হার্দিকের সঙ্গে রোহিতের সম্পর্কের সমীকরণ নিয়ে গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। আম্বাতি রাইডু সরাসরি রোহিতকে মুম্বই ছেড়ে সিএসকেতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। সিএসকেতে ধোনির উত্তরসূরি হতে পারেন রোহিত, বলেছেন রাইডু।
ঘটনা হল, সিএসকে নয়, রোহিতের পছন্দের ফ্র্যাঞ্চাইজি কিন্তু কেকেআর। একথা অন্য কেউ নয়, নিজেই স্বীকার করেছিলেন। আইপিএল শুরুর আগেই রোহিতের এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রোহিতকে বলতে শোনা যাচ্ছে, তিনি কখনও মুম্বই ছাড়ার পরিস্থিতি এলে কেকেআর-এ নাম লেখাতে চাইবেন। সেখানে ক্যাপ্টেন হিসাবে নিজেকে দেখতে চাইবেন।
আরও পড়ুন- প্রতিদিন ২৫ লক্ষ টাকা ইনকাম! রাজনীতি ছেড়ে সিঁধু কমেন্ট্রিতে ফিরতেই আসল রহস্য ফাঁস
ইডেন গার্ডেন্স বরাবর রোহিতের পয়মন্ত ভেন্যু। রোহিতের বারবার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির সাক্ষী থেকেছে ক্রিকেটের নন্দনকানন। সিএনবিসি টিভি-১৮কে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলে দিয়েছিলেন, "ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ। আমার বহু কীর্তির সাক্ষী থেকেছে এই মাঠ। তাই আমি কেকেআরে যেতে চাইব।"
Hardik Pandya has no talk with Rohit Sharma, Mark Boucher not answering on Rohit Sharma questions 🤣
Rohit Sharma's dream of leading KKR in IPL can be true very soon🦁⏳pic.twitter.com/p9x2ZFADZi— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) March 18, 2024
এদিকে, হার্দিক পান্ডিয়া প্রথম সাংবাদিক সম্মেলনেই রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন। বলে দিলেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অস্বস্তি নেই। হার্দিকের বক্তব্য, “কোনওকিছুরই সমস্যা নেই। আমার প্রয়োজনে সবসময় রোহিত ভাই সঙ্গে থেকেছে। আগেই বলেছি ও জাতীয় দলের ক্যাপ্টেন। কেরিয়ারের অধিকাংশ সময় কেটেছে ওঁর অধিনায়কত্বে। মনে হয়না আমাদের সম্পর্কে কোনও অস্বস্তি বিরাজ করবে। ওঁর নেতৃত্বে মুম্বই যা অর্জন করেছে সেটাই আমি এগিয়ে নিয়ে যাব।”
পাশাপাশি তারকা অলরাউন্ডার জানিয়েছেন, রোহিতের সঙ্গে সেভাবে কথা হয়নি তাঁর সম্প্রতি। রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত রয়েছেন। যখনই দলে যোগ দেবেন, তখনই পূর্বতন ক্যাপ্টেনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
রোহিতের দল ছাড়া নিয়ে জল্পনা যতই থাকুক, তাঁকে আপাতত আসন্ন সিজনে মুম্বই ইন্ডিয়ান্স-এ একজন সাধারণ ক্রিকেটার হিসাবেই খেলতে দেখা যাবে। পরের সিজনে রোহিতের দলবদল আদৌ ঘটে কিনা, সেইদিকে নজর থাকবে সকলের।