Advertisment

IPL 2024: মাঠে নামলেই ভেংচে দাও হার্দিককে! টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার বিস্ফোরক উস্কানি গুজরাট ফ্যানদের

Hardik Pandya vs Gujarat Titans: হার্দিকের মুম্বই, তার পুরোনো দল গুজরাটের বিরুদ্ধে ২৪ মার্চ মাঠে নামবে। ম্যাচটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya and Rohit Sharma

Hardik Pandya-Rohit Sharma: রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া (টুইটার)

IPL 2024 Mumbai Indians Gujrat Titans: রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই তাঁকে অধিনায়ক করায় জলঘোলা হয়েছিল। দলে দলে মুম্বই সমর্থক দলের সোশ্যাল মিডিয়া আনফলো করে দিয়েছিলেন। যা দেখিয়ে তাঁরা বোঝাতে চেয়েছিলেন, মুম্বইয়ের সিদ্ধান্তে তাঁরা না-খুশ। রোহিতকে সরিয়ে যাঁকে মুম্বই এবার তাদের অধিনায়ক বানিয়েছে, সেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওপর কিন্তু, শুধু মুম্বই নয়। চটে আছেন গুজরান টাইটানস (জিটি) সমর্থকরাও।

Advertisment

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপরা তো টাইটানস সমর্থকদের ডাক দিয়েছেন, তাঁরা যেন পান্ডিয়াকে দেখলেই টিটকারি দেন। কারণ, গুজরাট সমর্থকদের একাংশের মত আকাশও চান, পান্ডিয়াকে বুঝিয়ে দেওয়া দরকার, আচমকা জিটি ছেড়ে তিনি কাজটা ভালো করেননি। হার্দিক পান্ডিয়ার প্রতি গুজরাট সমর্থকদের এই ক্ষোভের যথেষ্ট কারণও আছে। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েই পান্ডিয়া গুজরাটে এসেছিলেন।

অধিনায়ক হয়ে পান্ডিয়া ২০২২ সালে গুজরাটকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ২০২৩-এ ফাইনালে তুলেছেন। ২৩-এর ফাইনালে চেন্নাইয়ের কাছে জিটির হারের পর ফের যখন সমর্থকরা নতুন স্বপ্ন বুনছেন, তখনই পান্ডিয়া গুজরাট টাইটানস ছেড়ে দেন। আর, রোহিতকে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক হয়ে বসেছেন। কার্যত অনেকটা বাধ্য হয়েই গুজরাটকে তাই শুভমান গিলের কাঁধে অধিনায়কের দায়িত্বটা সঁপতে হয়েছে।

ইতিমধ্যে বৃহস্পতিবার এবারের আইপিএলের প্রথম দফার সূচিপত্র প্রকাশ হয়ে গিয়েছে। প্রথম দফায় ২১টি ম্যাচ হবে। সূচি অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) ২২ মার্চ চিপক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবে। হার্দিকের মুম্বই, তার পুরোনো দল গুজরাটের বিরুদ্ধে ২৪ মার্চ মাঠে নামবে। ম্যাচটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স প্রতিদ্বন্দ্বী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে ২৭ মার্চ। ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। রাজস্থানের বিরুদ্ধে মুম্বই খেলবে ১ এপ্রিল। ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ওয়াংখেড়েতেই মুম্বই খেলবে ৭ এপ্রিল।

আরও পড়ুন- কোহলির ছেলের জন্ম লন্ডনে! তাহলে কি ভারতের নাগরিক হবে না পুঁচকে অকায়?

আর, গুজরাট ২৪ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে নামার পর চেন্নাইয়ের মাটিতেই চেন্নাইয়ের বিরুদ্ধে নামবে ২৬ মার্চ। সেটা তাদের দ্বিতীয় ম্যাচ। গুজরাটের তৃতীয় ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে ৩১ মার্চ, আহমেদাবাদে। চতুর্থ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে ৪ এপ্রিল। পঞ্চম ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে ৭ এপ্রিল। ম্যাচ হবে একনা স্টেডিয়ামে। আর, এই সব ম্যাচগুলোই অধিনায়কত্বের পরীক্ষায় পাশ করাতে পারে শুভমানকে।

IPL Hardik Pandya Mumbai Indians Gujarat Titans
Advertisment