Indian Premiere League: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তবে নির্বাচনী।লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন নভজোৎ সিং সিঁধু। লোকসভার ময়দানে নয়, আইপিএল দুনিয়ায় ফিরছেন তিনি। ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে প্রাক্তন এই তারকাকে।
ক্রিকেট মাঠ থেকে অবসরের পর কমেন্ট্রির দুনিয়ায় নজর কেড়েছিলেন স্বকীয় ধরণের জন্য। তাঁর ওয়ান-লাইনার ধারাভাষ্য জগতে নতুন ধারার জন্ম দিয়েছে। সেই সিঁধুই ফিরছেন চেনা ময়দানে।
২২ মার্চ শুক্রবার আইপিএল শুরু হচ্ছে আরসিবি বনাম সিএসকে ম্যাচের মাধ্যমে। সেই ম্যাচেই সিঁধুকে দেখা যাবে কমেন্ট্রি করতে। এমনটাই জানিয়েছে স্টার স্পোর্টস।
২০০১ সালে প্ৰথম ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছিল প্রাক্তন তারকাকে। ২০০৫-এ বিজেপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। তারপর গঙ্গা-যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সিঁধু নিয়মিত ধারাভাষ্যকার থেকে অনিয়মিত হয়ে পড়েছেন। রাজনীতিতেও বিজেপি ছেড়ে কংগ্রেসের হাতে হাত রেখেছেন।
আরও পড়ুন- মাঠেই অসভ্যতা মুশফিকুরের! ম্যাথিউসের সঙ্গে চরম দুর্ব্যবহারে শালীনতার সীমা ছাড়ালেন নাগিন তারকা, দেখুন ভিডিও
এবার আবার ফিরলেন আইপিএলের মাধ্যমে ধারাভাষ্যকারের দুনিয়ায়। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সিঁধু জানিয়েছেন, "ক্রিকেট-ই আমার প্রথম ভালোবাসা। আর ভালবাসা যদি প্যাশন হয়ে যায়, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। হাঁসকে কখনও সাঁতার কাটতে শেখাতে হয়না। কমেন্ট্রি করা আমার কাছে মাছের জলে সাঁতার কাটার মতই। ক্রিকেটার হিসেবে ২৫ বার কামব্যাক করেছি। কমেন্ট্রিতে এটা আমার প্ৰথম প্রত্যাবর্তন।"
আইপিএলে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন প্রাক্তন এই তারকা। তারপর একাধিক কমেডি শোয়ে বিচারক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। সিঁধু জানিয়েছেন, "ক্রিকেট ছেড়ে যখন কমেন্ট্রি করতে চালু করি, সেই সময়ে প্ৰথম দিকে সেভাবে আত্মবিশ্বাসী ছিলাম না। তবে ধীরে ধীরে নিজের জায়গা অর্জন করি। গোটা টুর্নামেন্টে ৬০-৭০ লক্ষ টাকা থেকে প্রত্যেক দিনের কমেন্ট্রিতে ২৫ লক্ষ টাকা আয়। টাকা পয়সা অর্জনে সন্তুষ্টি নয়। যেভাবে সময় কাটিয়েছি, সেটা ছিল সুন্দর।"
Navjot Sidhu: প্রতিদিন ২৫ লক্ষ টাকা ইনকাম! রাজনীতি ছেড়ে সিঁধু কমেন্ট্রিতে ফিরতেই আসল রহস্য ফাঁস
Navjot Sidhu in IPL commentary : ২২ মার্চ শুক্রবার আইপিএল শুরু হচ্ছে আরসিবি বনাম সিএসকে ম্যাচের মাধ্যমে। সেই ম্যাচেই সিঁধুকে দেখা যাবে কমেন্ট্রি করতে। এমনটাই জানিয়েছে স্টার স্পোর্টস।
Follow Us
Indian Premiere League: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তবে নির্বাচনী।লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন নভজোৎ সিং সিঁধু। লোকসভার ময়দানে নয়, আইপিএল দুনিয়ায় ফিরছেন তিনি। ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে প্রাক্তন এই তারকাকে।
ক্রিকেট মাঠ থেকে অবসরের পর কমেন্ট্রির দুনিয়ায় নজর কেড়েছিলেন স্বকীয় ধরণের জন্য। তাঁর ওয়ান-লাইনার ধারাভাষ্য জগতে নতুন ধারার জন্ম দিয়েছে। সেই সিঁধুই ফিরছেন চেনা ময়দানে।
২২ মার্চ শুক্রবার আইপিএল শুরু হচ্ছে আরসিবি বনাম সিএসকে ম্যাচের মাধ্যমে। সেই ম্যাচেই সিঁধুকে দেখা যাবে কমেন্ট্রি করতে। এমনটাই জানিয়েছে স্টার স্পোর্টস।
২০০১ সালে প্ৰথম ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছিল প্রাক্তন তারকাকে। ২০০৫-এ বিজেপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। তারপর গঙ্গা-যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সিঁধু নিয়মিত ধারাভাষ্যকার থেকে অনিয়মিত হয়ে পড়েছেন। রাজনীতিতেও বিজেপি ছেড়ে কংগ্রেসের হাতে হাত রেখেছেন।
আরও পড়ুন- মাঠেই অসভ্যতা মুশফিকুরের! ম্যাথিউসের সঙ্গে চরম দুর্ব্যবহারে শালীনতার সীমা ছাড়ালেন নাগিন তারকা, দেখুন ভিডিও
এবার আবার ফিরলেন আইপিএলের মাধ্যমে ধারাভাষ্যকারের দুনিয়ায়। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সিঁধু জানিয়েছেন, "ক্রিকেট-ই আমার প্রথম ভালোবাসা। আর ভালবাসা যদি প্যাশন হয়ে যায়, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। হাঁসকে কখনও সাঁতার কাটতে শেখাতে হয়না। কমেন্ট্রি করা আমার কাছে মাছের জলে সাঁতার কাটার মতই। ক্রিকেটার হিসেবে ২৫ বার কামব্যাক করেছি। কমেন্ট্রিতে এটা আমার প্ৰথম প্রত্যাবর্তন।"
আইপিএলে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন প্রাক্তন এই তারকা। তারপর একাধিক কমেডি শোয়ে বিচারক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। সিঁধু জানিয়েছেন, "ক্রিকেট ছেড়ে যখন কমেন্ট্রি করতে চালু করি, সেই সময়ে প্ৰথম দিকে সেভাবে আত্মবিশ্বাসী ছিলাম না। তবে ধীরে ধীরে নিজের জায়গা অর্জন করি। গোটা টুর্নামেন্টে ৬০-৭০ লক্ষ টাকা থেকে প্রত্যেক দিনের কমেন্ট্রিতে ২৫ লক্ষ টাকা আয়। টাকা পয়সা অর্জনে সন্তুষ্টি নয়। যেভাবে সময় কাটিয়েছি, সেটা ছিল সুন্দর।"