Indian Premiere League 2024, CSK: আইপিএল শুরুর আগে ফেসবুক পোস্ট-এ জল্পনা উসকে দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর আগে অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে অপসারণ করেছে আইপিএলের অন্যতম দল- মুম্বই ইন্ডিয়ান্স। যা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে। এবার তেমন কিছু না-বললেও, ধোনি ফেসবুকে যা লিখেছেন, তাতে জল্পনার যথেষ্ট কারণ আছে।
ফেসবুকে ধোনি লিখেছেন, 'নতুন মরশুমে নতুন ভূমিকায়'। আর, তাতেই প্রশ্ন জেগেছে, তাহলে কি ধোনি এবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকবেন না? তাঁর নতুন ভূমিকাই বা কী হতে চলেছে? অবশ্য অনুরাগীরা চান, ধোনিকে আইপিএলে ফের অধিনায়ক হিসেবেই দেখতে। সোশ্যাল মিডিয়ায় ধোনি সচরাচর বার্তা দেন না। তার মধ্যেই এমএসডি (মহেন্দ্র সিং ধোনি) কেন হঠাৎ বার্তা দেওয়ার প্রয়োজন বোধ করলেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
ধোনিকে ক্যামেরার সামনে শেষবার দেখা গিয়েছে গুজরাটের জামনগরে- অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। সেখানে ধোনির সঙ্গে তাঁর স্ত্রী সাক্ষীও ছিলেন। ছিলেন বিভিন্ন জগতের বহু সেলিব্রিটি। এই অনুষ্ঠানে ধোনিকে চেন্নাইয়ের প্রাক্তনী ডোয়াইন ব্রাভোর সঙ্গে ডান্ডিয়া নাচ শিখতে দেখা গেছে। তার মধ্যেই সামনে এসেছে ধোনির বার্তা। যেখানে তিনি লিখেছেন, 'নতুন সিজন, নতুন ভূমিকা। আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গে থাকুন।' এই বার্তার যে বিশেষ অর্থ আছে, তা ইতিমধ্যেই সামনে এসেছে। কারণ, ধোনি এখনও চেন্নাইয়ে আসন্ন আইপিএলের প্রশিক্ষণ শিবিরে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দেননি। কিন্তু, সেখানে দীপক চাহার, রুতুরাজ গায়কোয়াড়, রাজ্যবর্ধন হাঙ্গারগেকার-সহ অন্যান্যরা দিব্যি অনুশীলন করছেন।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার আইপিএল জয়ী অধিনায়কের আসন রোহিত শর্মার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন ধোনি। তাই তাঁর কাছে সমর্থকদের বিরাট প্রত্যাশা। তার মধ্যেই এসেছে ধোনির নতুন ফেসবুক বার্তা। সব মিলিয়ে রীতিমতো ধন্দে ধোনি অনুরাগীরা। জল্পনা চলছে, এবার মেন্টর অবতারে দেখা দেবেন মাহি। ২০২১ টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় ঠিক যেমন ভূমিকাতে তাঁকে দেখা গিয়েছিল, ঠিক তেমন ভূমিকাতেই এবার ধোনি আইপিএলে ধরা দেবেন। যদিও সেনিয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা মেলেনি।
আরও পড়ুন- ‘বিলেতের মাঠে’ পঞ্চম টেস্টে নামছে ভারত-ইংল্যান্ড! ম্যাচে নামার আগেই কাঁপুনি ভারতীয়দের
তবে, দলের সঙ্গে যোগ না-দিলেও ধোনি কিন্তু, ইতিমধ্যে নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে, তাঁর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর এই চেষ্টা কিন্তু নতুন নয়। দুই বছর আগে, আইপিএল ২০২২-এ ধোনি সিএসকে-র অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। যাতে রবীন্দ্র জাদেজার দায়িত্ব নেওয়ার মঞ্চ তৈরি হয়েছিল। কিন্তু, সেবার সিএসকে টানা পাঁচটি ম্যাচ হেরেছিল। যে কারণে, ধোনিকে অধিনায়ক পদে পুনর্বহাল করা হয়। সেই সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে প্লেঅফের যোগ্যতাও অর্জন করতে পারেনি। ধোনি নেতৃত্বে ফিরতেই গত বছর দল পঞ্চমবারের মত চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড করেছে।