প্রধান কোচ হিসেবে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এ যোগ দিয়ে রোমাঞ্চিত অসি ক্রিকেট কোচ জাস্টিন ল্যাংগার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তাঁর মতে অনেকটা অলিম্পিকের মত। যার প্রতিটি খেলাই রীতিমতো দর্শনীয়। এলএসজির প্রকাশিত এক নতুন ভিডিওতে ল্যাংগার এই কথা বলেছেন। আসন্ন ২০২৪ আইপিএল মরশুমের কথা মাথায় রেখে ল্যাংগারকে কোচ করেছে এলএসজি। অ্যান্ডি ফ্লাওয়ার এবং গৌতম গম্ভীরকে নিয়ে তৈরি ম্যানেজমেন্ট টিম থেকে এলএসজি আগেই সরে গেছে। আর, তারপরই দলের কোচ করা হয়েছে ল্যাংগারকে।
তাঁর সময়ে অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়ান পেশাদার টি২০ ক্রিকেট লিগ 'বিগ ব্যাশ'-এও জয়ী হয়েছে ল্যাংগারের দল। সেই ল্যাংগার জানিয়েছেন, তিনি আইপিএল নিয়ে রিকি পন্টিং এবং টম মুডির সঙ্গে প্রচুর চ্যাট করেছেন। প্রকাশিত ভিডিওয় ল্যাংগার বলেছেন, 'এই তো রিকির সঙ্গে এতক্ষণ বসেছিলাম। মুম্বই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালস নিয়ে অনেক কথা হল। রিকি এই টুর্নামেন্টটা খুব পছন্দ করেন। টম মুডি আমার অন্যতম সেরা বন্ধু। ও আইপিএলে যুক্ত ছিল। ওঁর সঙ্গেও কথা বলেছি।'
Advertisment
Justin Langer talks Lucknow, IPL, KL Rahul and lots more in his first interview as LSG Head Coach! 💙🙏 pic.twitter.com/boPtgANw8w
ভিডিওতে শোনা গেছে ল্যাংগার বলছেন, 'আইপিএল অলিম্পিক গেমসের মতো। বেশ বড় খেলা। প্রতিটি খেলাই দর্শনীয়। সবাই এই খেলাটাকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। সকলের সমর্থন পাচ্ছে। সারা ভারত তো বটেই, গোটা বিশ্ব এই খেলাটাকে সমর্থন জানাচ্ছে। এইরকম একটা টুর্নামেন্টে সুযোগ পাওয়ায়, এর অংশ হতে পারায় আমি রীতিমতো রোমাঞ্চিত।'
ল্যাঙ্গার ২০১৮ সালে কুখ্যাত স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির পরে অস্ট্রেলিয়ান দলের দায়িত্ব নেন। আর, ক্রিকেটের প্রতি অস্ট্রেলিয়ান জনসাধারণের বিশ্বাস ফিরিয়ে আনেন। 'নো-ননসেন্স ম্যান' হিসেবে পরিচিত, ল্যাংগার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় পর্যন্ত অস্ট্রেলিয়ান দলের কোচ ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর দল ৪-০ ব্যবধানে জয়ীও হয়। কিন্তু, তারপরও ল্যাংগারকে বিদায় জানায় অস্ট্রেলিয়া বোর্ড। তাঁর বিদায়ের পর থেকে, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব নেন। তাতে অবশ্য অস্ট্রেলিয়ার লাভই হয়েছে। ম্যাকডোনাল্ডের কোচিংয়ে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ জিতেছে।