Advertisment

IPL 2024 Opening Ceremony: অক্ষয়-টাইগার-রহমান-সোনু! IPL-এর উদ্বোধনে চমকের পর চমক, কখন-কোথায়-কোন চ্যানেলে দেখবেন

IPL 2024: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর আইপিএলের প্ৰথম ম্যাচে নামবে সিএসকে এবং আরসিবি। এবার দুটো স্লটে ডাবল হেডার হবে। রাতের খেলা ৭.৩০ টায় এবং দুপুরের খেলা উইকেন্ডে ৩.৩০ থেকে চালু হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024 Ceremony Live Streaming

IPL 2024 Opening Ceremony: রংচংয়ে আইপিএলের উদ্বোধনে হাজির থাকছেন একের পর এক নক্ষত্র

IPL 2024 opening ceremony Live Streaming: শুক্রবার আইপিএলের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে আরসিবি বনাম সিএসকে ম্যাচের মাধ্যমে। রাত ৮টায় আইপিএলের প্ৰথম ম্যাচ। আর সেই ম্যাচের আগেই চোখ ধাঁধানো অনুষ্ঠান হবে চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে। ট্র্যাডিশন মেনেই একের পর এক সেলেব্রিটি পারফর্ম করবেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে।

Advertisment

এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায়, কীভাবে দেখা যাবে, জেনে নিন একনজরে-

IPL 2024 opening ceremony Celebrities List

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কবে?
মার্চের ২২ তারিখ, শুক্রবার টাটা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

কখন হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬.৩০ থেকে।

IPL 2024 opening ceremony timings

কোথায় হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে।

আরও পড়ুন: থমথমে মুম্বই ড্রেসিংরুম, হার্দিক-রোহিতের প্ৰথম সাক্ষাৎ হল আচমকাই! কী করলেন দুজনে, ভিডিও ভাইরাল

কোন চ্যানেলে , অনলাইনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারিত হবে?
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এর একাধিক চ্যানেলে। ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা যাবে জিও সিনেমায়।

টাটা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন?
গতবার তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্ধানা এবং অরিজিৎ সিংরা মাতিয়ে দিয়েছিলেন আইপিএলের ওপেনিং সেরেমনি। এবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্মারদের নাম। বলিউড অভিনেতা টাইগার শ্রফ, অক্ষয় কুমার যেমন থাকবেন, তেমন সঙ্গীত পরিবেশন করবেন সোনু নিগম এবং স্বয়ং 'মাদ্রাজ মোজার্ট' এ আর রহমান। জানা যাচ্ছে, রহমান-সোনুর বিখ্যাত জুটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও ডিজে এক্সওয়েলের ক্যামিও লাইভ উপভোগ করবেন দর্শকরা। এছাড়াও এআই দ্বারা বিশেষ রিয়েলিটি শো-ও মনোরঞ্জন করবে দর্শকদের।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর আইপিএলের প্ৰথম ম্যাচে নামবে সিএসকে এবং আরসিবি। এবার দুটো স্লটে ডাবল হেডার হবে। রাতের খেলা ৭.৩০ টায় এবং দুপুরের খেলা উইকেন্ডে ৩.৩০ থেকে চালু হবে।

IPL Cricket News RCB BCCI CSK
Advertisment