বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গেসঙ্গেই বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। বোর্ডের তরফে দ্রাবিড়কে হেড কোচ হিসেবে চালিয়ে যাওয়ার অফার দেওয়া হলেও সেই প্রস্তাবে সম্মত হয়নি রাহুল দ্রাবিড়। তিনি আর জাতীয় দলের কোচ থাকতে চান না।
দ্রাবিড় চলে যাওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। তাঁকে পাকাপাকিভাবে নাকি স্টপ গ্যাপ ভিত্তিতে জাতীয় দলের হেড কোচ হিসেবে ভাবা হচ্ছে, তা কিছুদিনের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে বিসিসিআইয়ের তরফ থেকে।
এমন খবর আগেই জানা গিয়েছিল। এবার সূত্রের খবর, দ্রাবিড় জাতীয় দল ছেড়ে লখনৌ সুপার জায়ান্টস-এর মেন্টর হতে চলেছেন। প্ৰথমে জোর জল্পনা ছিল আরসিবির হেড কোচ হয়ত হবেন দ্রাবিড়। তবে দৈনিক জাগরণ-এর প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, লখনৌয়ের পাশাপাশি নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস-ও দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছিল। তবে লখনৌয়ের প্রস্তাব অনেক বেশি আকর্ষণীয়। তাই দ্রাবিড়ের সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা মাত্র।
আইপিএলের জগতে দুই নতুন ফ্র্যাঞ্চাইজির আত্মপ্রকাশ ঘটেছিল- গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। দুই দলই আবির্ভাবে কাঁপিয়ে দিয়েছে। গুজরাট একবার চ্যাম্পিয়ন। একবারের রানার্স। অন্যদিকে, লখনৌ দু-বারই প্লে অফে কোয়ালিফাই করেছে। দলের আইপিএলে আত্মপ্রকাশের সময় থেকেই লখনৌয়ের মেন্টর হিসেবে যুক্ত থেকেছেন গৌতম গম্ভীর।
তবে এবার গৌতম গম্ভীর ঠিকানা বদলেছেন। তিনি মেন্টর হিসেবে যোগ দিয়েছেন পুরোনো ফ্র্যাঞ্চাইজি কেকেআর-এ। আর গম্ভীরের ছেড়ে যাওয়া আসনেই এবার নাকি বসবেন রাহুল দ্রাবিড়। লখনৌয়ের হেড কোচ আন্ডি ফ্লাওয়ার আবার যোগ দিয়েছেন আরসিবিতে।
ফ্লাওয়ারের জায়গায় লখনৌ নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করেছে অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রাক্তন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে।