The Royal Challengers Bangalore: 'ষোলা সাল বাদ'- আইপিএল ট্রফির খরা কাটাতে এবার নাম বদলের চক্করে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শহরের নাম বেঙ্গালুরু হয়ে গেলেও, আরসিবি তাদের নামে ব্যাঙ্গালোরই রেখে দিয়েছিল এতকাল। এতদিন বাদে তাদের সম্বিত ফিরেছে। ব্যাঙ্গালোর বদলে বেঙ্গালুরু জুড়তে চলেছে নামের সঙ্গে। যার মধ্যে অনেকেই ট্রফির খরা কাটাতে জ্যোতিষীর দাওয়াই খুঁজে পেয়েছেন।
আরসিবি এই নামবদলের সিদ্ধান্তের ব্যাপারে পাকাপাকি কিছু জানা যায়নি। তবে, ইঙ্গিত মিলেছে। যেটা হলে একটা যুগের অবসান ঘটবে। যদিও আইপিএলে নাম পরিবর্তন নতুন কিছু না। এর আগে দিল্লি ক্যাপিটালস আর পঞ্জাব কিংস সেই রাস্তায় হেঁটেছে। ২০১৮-য় দিল্লি ডেয়ারডেভিলস নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয়েছে। ২০২১-এ কিংস ইলেভেন পঞ্জাব নাম বদলে পঞ্জাব কিংস হয়েছে। আর, সেই কারণেই আরসিবির সাম্প্রতিকতম টিজারে জল্পনা দানা বেঁধেছে।
তবে, মজার কথা হল এখনও পর্যন্ত নাম বদলে পঞ্জাব আর দিল্লি, কেউই আইপিএল খরা কাটাতে পারেনি। আরসিবির ঘরেও ট্রফি নেই। তবে তারা ২০০৯, ২০১১ এবং ২০১৬- তিন মরশুমে ফাইনালে উঠেছে। বিরাট কোহলির ৬৩৯ রান, দুটো সেঞ্চুরির পরও ফাফ ডু প্লেসিসের অধীনে আরসিবি গত বছর ১৪ ম্যাচে ৭টায় জিতে তালিকায় ষষ্ঠ স্থানে দৌড় শেষ করেছে। আইপিএলে নাম পরিবর্তন করে আরও খারাপ ফলাফল হয়েছে, এমন উদাহরণও অবশ্য আছে। যেমন- রাইজিং পুনে সুপারজায়ান্ট তাদের নাম থেকে এস অক্ষরটি বাদ দিয়েছিল। শেষে দলটাই উঠে গেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন মহলের ধারণা, ১৯ মার্চ হয়তো আরসিবির নাম বদলের কিসসা পরিষ্কার হবে।
তবে, নাম না হোক, বদলের গল্পটা যে আরসিবিতে এক্কেবারে নতুন, তা কিন্তু বলা যায় না। ২০০৮ সালে আইপিএল শুরু হয়েছিল। সেই বছর আরসিবির যা লোগো ছিল, দ্বিতীয় মরসুমেই তাতে সামান্য বদল এনেছিল দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি। ২০১৫ অবধি তাদের লোগোয় ইংরেজি আর এবং সি অক্ষরগুলো ছিল। ওপরের দিকে ছিল সিংহ। পরে তাদের সিংহের আকার বাড়ানো হয়েছিল। ২০২০-তে আবার আর এবং সি মুছে দেওয়া হয়। লোগোতে সিংহের ছবির নীচে লিখে দেওয়া হয়, 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর'।
আরও পড়ুন- চাঁদ থেকে এসেছেন হার্দিক, তাই আলাদা নিয়ম জয় শাহদের! বোমা ফাটালেন এবার প্রবীণ কুমার
আর, এবার ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিওয়, কন্নড় অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টিকে দেখা গিয়েছে। তাঁর সামনে তিনটি ষাঁড়ের গায়ে ঝোলানো তিনটি লাল গালিচার একটিতে লেখা রয়্যাল, দ্বিতীয়টিতে লেখা চ্যালেঞ্জার্স। আর, তৃতীয়টির গায়ে লেখা ব্যাঙ্গালোর। ভিডিওতে দেখা গিয়েছে, তার মধ্যে ব্যাঙ্গালোর লেখা ষাঁড়টিকে সরিয়ে দেন ঋষভ। যা দেখেই বিশেষজ্ঞদের ধারণ, সেখানে জায়গা পেতে চলেছে বেঙ্গালুরু লেখাটি। কারণ, ২০১৪ সালেই কর্ণাটক সরকার ব্যাঙ্গালোর শহরের নাম বদলে দিয়ে বেঙ্গালুরু করেছে।