Advertisment

RCB Playoff: ক্যালকুলেটর নিয়ে বসুন, এভাবেই প্লে অফে পৌঁছতে চলেছে RCB! কপাল পুড়ছে ধোনির CSK-র

RCB Playoff Chances in IPL 2024: এই মুহূর্তে আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করেছে। এবং সিএসকের বিরুদ্ধে ১৮ মে শেষ ম্যাচ জিতে ফিনিশ করতে বদ্ধপরিকর।

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
IPL 2024, IPL 2024 playoff, RCB, RCB vs CSK, IPL 2024

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) 2024 টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন দিল্লি ক্যাপিটালসের রাশিখ দার উইকেট নেওয়ার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর ক্যামেরন গ্রিন সতীর্থদের সাথে উদযাপন করছে। (পিটিআই)

চলতি সিজনের গল্প হয়ে দাঁড়িয়েছে আরসিবি। আইপিএলের প্ৰথম হাফে লিগ টেবিলের তলানিতে থাকা অভ্যেস করে ফেলেছিল আরসিবি। তারপরে গোটাটাই রূপকথা। টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছেন কোহলিরা। প্লে অফের দৌড়ে আপাতত ভালোমতই রয়েছে হেভিওয়েট এই ফ্র্যাঞ্চাইজি।

Advertisment

এই মুহূর্তে আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করেছে। এবং সিএসকের বিরুদ্ধে ১৮ মে শেষ ম্যাচ জিতে ফিনিশ করতে বদ্ধপরিকর।

আরসিবি কীভাবে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে জেনে নিন 

প্ৰথমে টানা ছয় হার। তারপর টানা পাঁচ জয় অবিশ্বাস্য রূপকথা ঘটিয়ে ফেলেছে ফাফ দু প্লেসিসের নেতৃত্বাধীন দল। শেষ ম্যাচে সিএসকেকে হারানোর পাশাপাশি আরসিবির নজর থাকবে বাকি সমস্ত ম্যাচের ফলাফলও যেন তাঁদের অনুকূলে থাকে।

তবে সিএসকের বিরুদ্ধে নূন্যতম ১৮ রানে জয় নিশ্চিত করতে হবে। যাতে রুতুরাজ গায়কোয়াডদের নেট রানরেটে টেক্কা দিতে পারে আরসিবি। প্ৰথমে ব্যাট করলে আরসিবি যদি ২০০ রান করে, তাহলে সিএসকেকে দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে আটকে রাখতে হবে আরসিবিকে। আবার একইভাবে সিএসকে যদি প্ৰথমে ব্যাট করে ২০০ খাড়া করে তাহলে সেই রান চেজ করতে হবে ১১ বল হাতে রেখে। তবে সেই সঙ্গে হায়দরাবাদ এবং লখনৌ ম্যাচের ফলাফলও আরসিবির অনুকূলে থাকতে হবে।

আরসিবির নেট রানরেট +০.৩৮৭। সিএসকের +০.৫২৮। টানটান ভাবে ম্যাচ জিতলে হবে না। তাতে নেট রানরেটে আরসিবি পিছিয়ে থাকবে সিএসকে, হায়দরাবাদের থেকে।

সিএসকে-র জন্য একটা জয়ই যথেষ্ট

তবে সিএসকের ক্ষেত্রে অঙ্ক ভীষণই সোজা। আরসিবির বিরুদ্ধে জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন ধোনিরা। যদি সিএসকে আরসিবির কাছে হেরেও বসে, তাহলেও সমস্যা নেই। তখন ধোনিদের আশা থাকবে হায়দরাবাদ অথবা লখনৌয়ের মধ্যে কোনও এক দল যেন ১৬ পয়েন্টের নিচে থাকে। আরসিবির থেকে নেট রানরেটে এগিয়ে থাকলেই কেল্লাফতে সিএসকের।

SRH শীর্ষ দুটিতে RR প্রতিস্থাপন করতে পারেরাজস্থানকে সরিয়ে প্ৰথম দুইয়ে ফিনিশ করতে পারে হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ শেষ দুই হোম ম্যাচ খেলবে নিজেদের হোম গ্রাউন্ডে। যদি প্যাট কামিন্সের দল শেষ দুই ম্যাচেই জয় পায়, তাহলে কেকেআরের সঙ্গে প্ৰথম দুই স্থানে থাকা নিশ্চিত করে ফেলবে। তবে হারলেই সমস্যা। বাকি ম্যাচের ফলাফল তাঁদের পক্ষে হতে হবে। তবে ক্ল্যাসেন, হেডদের সদর্থক দিক একটাই। তাঁদের ভাগ্য অন্তত এই মুহূর্তে নিজেদের হাতেই রয়েছে।

IPL Royal Challengers Bangalore RCB CSK IPL 2024
Advertisment