Advertisment

বাংলাদেশি তারকাদের একদম বাতিল করল KKR! রিটেনশন ডেডলাইনে ঝড় তুলল শাহরুখের ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশকে বয়কট করার আহ্বানে সাড়া দিয়েই কি কেকেআরের বড় পদক্ষেপ

author-image
IE Bangla Sports Desk
New Update
kkr-bangladesh

কেকেআর সংসারে ব্রাত্য বাংলাদেশের ক্রিকেটাররা (টুইটার)

বাংলাদেশের ভারতের হার উদযাপন করা নিয়ে বিশ্বকাপ ফাইনালের পর থেকেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশকে বয়কট করার ডাক দেওয়া হয়েছে ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে। এমনকি আইপিএল থেকেও যাতে বাংলাদেশিদের ব্যান করা হয়, সেই দাবিও উঠে গিয়েছে।

Advertisment

এমন আবহেই এবার কেকেআর শিবির থেকে রিলিজ করে দেওয়া হল দুই বাংলাদেশিকে। লিটন দাস এবং সাকিব আল হাসান দুই তারকাকেই রিলিজ করল কেকেআর। বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে দুই তারকা অটোমেটিক চয়েস হলেও কেকেআরের বেঞ্চ গরম করেছেন দুই তারকাই। সুযোগ পাননি।

অবশেষে দুই তারকাকেই রিলিজ করার পথে হাঁটল কেকেআর। এছাড়াও বিদেশি কোটায় লকি ফার্গুসন, ডেভিড ওয়াইজ, টিম সাউদি, জনসন চার্লসকে ছেড়ে দিল নাইট রাইডার্স শিবির। দেশিদের মধ্যে বাতিল করা হয়েছে মনদীপ সিং, আর্য দেশাই, এন জগদীশন, শার্দূল ঠাকুর, কুলবন্ত খেজোরিয়ালাকে।

এদিকে, হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স-এ সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। তবে রবিবার স্টার স্পোর্টসের তরফে কনফার্ম করা হল, হার্দিক পান্ডিয়া থাকছেন গুজরাট টাইটান্স-এ। বলা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ১৫ কোটি টাকার অল ক্যাশ ট্রেড-ইন'এ কিনে নিতে চলেছে হার্দিক পান্ডিয়াকে। বাজেট বাড়ানোর জন্য জোফ্রা আর্চারকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বই। তবে সেই ট্রেড-ইন বাস্তবায়িত হয়নি। শেষমেশ হার্দিক থাকছেন গুজরাটেই।

স্টার স্পোর্টস-এর তরফে বলা হয়েছে, এখনও ট্রেড ইন উইন্ডো খোলা থাকবে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত। রবিবার ছিল রিলিজ করা প্লেয়ারদের তালিকা কনফার্ম করার ডেডলাইন।

এর আগে সিএসকের তরফেও জানানো হল, এমএস ধোনিকে রিটেন করছে তাঁরা। এবং বেন স্টোকস রিলিজ করা তারকাদের মধ্যে রয়েছেন। লখনৌ-ও রবিবার জানিয়ে দিয়েছে, আগামী সিজনেও কেএল রাহুল তাঁদের অধিনায়ক থাকবেন। টানা দুটো সিজনে প্লে অফে পৌঁছনোর জন্য কেএল রাহুল বড়সড় ভূমিকা পালন করেছেন। ২০২২ আইপিএলে রাহুল ৬১৬ রান করেছেন। গত সিজনে রাহুল উরুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে নয় ম্যাচে ২৭৪ করেছিলেন।

সরে দাঁড়িয়েছেন জো রুট:
প্ৰথমবার আইপিএল খেলতে নেমে জো রুট মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন। তবে রাজস্থান রয়্যালস ড্রেসিংরুমে ভালো স্পিরিট আমদানি করেছিলেন ইংল্যান্ডের তারকা। তবে এবার ৩২ বছরের ইংরেজ জানিয়েছেন, তিনি আগামী সিজনে খেলতে পারবেন না। বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স করেছে ইংল্যান্ড। বিশ্বকাপ পরবর্তী সময়ে জো রুটের ব্রেক প্রয়োজন, এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের কোচ রব কি।

আরসিবি, সানরাইজার্স হায়দরাবাদের ট্রেড-ইন:
আরসিবি অলরাউন্ডার শাহবাজ আহমেদকে সানরাইজার্স হায়দরাবাদে পাঠিয়ে দিল আরসিবি। ট্রেড-ইন-এ আরসিবিতে হায়দরাবাদ থেকে এলেন বাঁ হাতি স্পিনার মায়াঙ্ক দাগারকে। গত সিজনে হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন মায়াঙ্ক। অন্যদিকে, আইপিএল কেরিয়ারে ৩৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Full list of released players:

মুম্বই ইন্ডিয়ান্স যাঁদের রিলিজ করল:

মহম্মদ আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘভ গোয়াল, জোফ্রা আর্চার, ট্রিস্টান স্ট্রাবস, দুয়ান জ্যানসেন, ঝায়ে রিচার্ডসন, রাইলে মেরেডিথ, ক্রিস জর্ডন, সন্দীপ ওয়ারিয়র

গুজরাট টাইটান্স-এর তরফে যাঁদের ছেড়ে দেওয়া হল: ইয়াশ দয়াল, কেএস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল, প্রদীপ সাংগোয়ান, অডিওন স্মিথ, আলজারি জোসেফ, দাশুন শানাকা।

সানরাইজার্স হায়দরাবাদ যাঁদের রিলিজ করল:
হ্যারি ব্রুক, সমর্থ ভ্যাস, কার্তিক ত্যাগি, ভিভ্রান্ত শর্মা, আকিল হুসেন, আদিল রশিদ

কেকেআর যাঁদের রিলিজ করল:
শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ভিসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস

লখনৌ সুপার জায়ান্টস যাঁদের রিলিজ করল:
জয়দেব উনাদকাট, ড্যানিয়েল সামস, মনন বোহরা, স্বপ্নিল সিং, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগডে, করুন নায়ার

পাঞ্জাব কিংস যাঁদের রিলিজ করল:
ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বালতেজ ধান্ডা, রাজ অঙ্গদ বাওয়া, শাহরুখ খান

দিল্লি ক্যাপিটালস যাঁদের রিলিজ করল:
রিলি রসৌ, চেতন শাকারিয়া, রভম্যান পাওয়েল, মনীশ পাণ্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমন খান, প্রিয়ম গর্গ

সিএসকে যাঁদের রিলিজ করল:
বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, আম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত ভার্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং

আরসিবি যাঁদের রিলিজ করল:
ওয়াহিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল,
ফিন অ্যালেন, জস হ্যাজেলউড, মিচেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েইন পার্নেল, সনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল, কেদার যাদব

রাজস্থান রয়্যালস যাঁদের রিলিজ করল:
জো রুট, জেসন হোল্ডার, কুলদীপ সেন, আব্দুল বাসিত, ওবিড ম্যাকোয়, মুরুগন অশ্বিন, কেসি করিয়াপ্পা, কেএম আসিফ, আকাশ বশিষ্ঠ

Bangladesh KKR Kolkata Knight Riders Hardik Pandya IPL Bangladesh Cricket Shakib Al-Hasan Bangladesh Cricket Team
Advertisment