/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/kkr.jpg)
কেকেআর (টুইটার)
আর কয়েক ঘন্টা পরেই আইপিএলের ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যেই আইপিএল কর্তৃপক্ষের কাছে রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের। আর রিটেনশন ডেডলাইনের শেষদিনে বড়সড় আপডেটে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পারল, তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে রিলিজ করে দিতে চলেছে কেকেআর। আইপিএলের ট্রেড-ইন'এ সবথেকে দামি দলবদল করেছিল কেকেআর। এক সিজন আগে শার্দূল ঠাকুরকে ট্রেড ইন-এ নিতে নাইট রাইডার্সকে গচ্চা দিতে হয়েছিল ১০.৭৫ কোটি টাকা। মাত্র এক সিজনেই শার্দূলকে নিয়ে মোহভঙ্গ হয়েছে কেকেআরের।
২০২৩-এর আইপিএলে জাতীয় দলের তারকা অলরাউন্ডার ব্যাট হাতে ১১ ইনিংস ব্যাট করে মাত্র করেন ১১৩ রান। উইকেট প্রাপ্তির সংখ্যা আরও শোচনীয়, মাত্র ৭টি।২০১৮ থেকে ২০২১ পর্যন্ত শার্দূল টানা খেলেছেন সিএসকের জার্সিতে। তারপর মেগা নিলামের আগে সিএসকে তারকাকে রিলিজ করে দিয়েছিল। নিলাম থেকে দিল্লি কিনে নিয়েছিল শার্দূলকে। মাত্র এক সিজন দিল্লিতে খেলার পর কেকেআরে পদার্পণ ঘটে তাঁর।
২০১২ এবং ২০১৪'এ সিএসকের হয়ে দু-বার আইপিএল জয়ী শার্দূল কেকেআরের জার্সিতে ঝলক দেখাতে পারেননি। গত সিজনেও কেকেআর প্লে অফে পৌঁছতে পারেনি। লিগ টেবিলের মাঝামাঝি থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করেছিল নাইট রাইডার্স। ১৪ ম্যাচের মাত্র ৬টিতে জয় পায় কেকেআর।
আইপিএলের আরও আপডেটে জানা যাচ্ছে, পৃথ্বী শ-কে রিটেন করতে চলেছে দিল্লি ক্যাপিটালস।নর্দাম্পশায়ারের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন পৃথ্বী। সেই চোট কাটিয়ে উঠছেন মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান। তিনিও গত সিজনে একদম প্রত্যাশা মত পারফর্ম করতে পারেননি। মারকুটে ওপেনার ৮ ইনিংসে করেছিলেন মাত্র ১০৬ রান।
তবে এবার ভালো ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। কাউন্টিতে প্ৰথমবার খেলতে নেমেই চোটের কারণে ছিটকে যাওয়ার আগে ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরি হাঁকিয়েছেন তারকা। চোটের জন্য পৃথ্বী বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলিতেও নামতে পারেননি।