IPL 2024, Rinku Singh: আইপিএল শুরুর আগেই আলোচনায় উঠে এলেন রিঙ্কু সিং। সামনেই আইপিএল। আইপিএলে দুরন্ত একটা সিজন কাটাতে পারলেই টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য জাতীয় দলের জায়গা পাকা হয়ে যাবে।
সেই লক্ষ্যেই অনুশীলন শুরু লড়ে দিয়েছেন রিঙ্কু। তবে অনুশীলনের প্রথম দিনেই অন্য কারণে শিরোনামে উঠে এলেন বিধ্বংসী এই ব্যাটার। কেকেআর ক্যাম্পে ব্যাট করার সময়েই রিঙ্কুর জোরালো শট আঘাত হেনেছিল মাঠে হাজির থাকা এক বালকের কপালে। পরে রিঙ্কু সেই বালকের সঙ্গে সাক্ষাৎ করে আঘাতের বিষয়ে খোঁজখবর নেন। সুন্দর এক উপহারও দেন তারকা ব্যাটার।
মঙ্গলবার-ই কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কেকেআরের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে রিঙ্কুকে দেখা গিয়েছে সেই বালকের কাছে ক্ষমা চাইতে।
রিঙ্কুর সঙ্গে সেই বালকের কাছে যান কেকেআরের ব্যাটিং অভিষেক নায়ার। তিনি বালকটিকে নাইটদের টুপি উপহার দেন। তাতে সই করে দেন রিঙ্কু সিং।
আসন্ন আইপিএলে কেকেআরের অন্যতম অস্ত্র হতে চলেছেন রিঙ্কু সিং। গত আইপিএলে একের পর এক ঝড় তোলা ইনিংস উপহার দিয়েছিলেন তারকা। আইপিএল পারফরম্যান্স-এর সুবাদেই জাতীয় টি২০ দলে জায়গা করে নিয়েছিলেন তারকা। তারপর আর ফিরে তাকাতে হয়নি।
জাতীয় দলের হয়েও অনবদ্য ফর্ম ধরে রেখেছেন রিঙ্কু। ১৫ ম্যাচে ৩৫৬ করেছেন তারকা ব্যাটার। ৮৯ গড় এবং ১৭৬.২৩ স্ট্রাইক রেট সমেত। দুটো অর্ধশতরান-ও বেরিয়েছে তাঁর ব্যাট থেকে।
টি২০ বিশ্বকাপগামী ভারতীয় দলের স্কোয়াডে রিঙ্কুর নির্বাচন প্রায় পাকা। রোহিত শর্মার টিম ইন্ডিয়ায় ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তারকাকে। জুনের ৫ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে।