প্রায় এক বছর হতে চলল। দিল্লি-দেহরাদুন হাইওয়ে প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। ডিভাইডারে ধাক্কা লাগার পর জ্বলন্ত মার্সিডিজ থেকে কোনওরকমে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। সেই দুর্ঘটনায় চুরমার হয়ে গিয়েছিল বিশ্বকাপে খেলার স্বপ্ন। তবে অবশেষে ঋষভ পন্থকে দেখা যেতে চলেছে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে। সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলেই খেলতে দেখা যাবে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে। একাধিক সর্বভারতীয় প্রচার মাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের এক শীর্ষস্থানীয় কর্তা নাকি জানিয়েছেন, পন্থকে ক্যাপ্টেন ধরেই তাঁরা আগামী সিজনে নামবেন। বলে দেওয়া হয়েছে, "কিপিং না করলেও ও মাঠে নামবে। দলকে নেতৃত্ব দেবে।"
জানা যাচ্ছে, এখনও পুরোপুরি ফিট নন পন্থ। উইকেটকিপিং করার আগে সম্মতি নিতে হবে বিসিসিআইয়ের তরফেও। তবে কোনও কারণে উইকেটকিপিংয়ের অনুমোদন না পেলে পন্থকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা হতে পারে। ব্যাটার এবং ফিল্ডার হিসাবে মাঠে দেখা যেতে পারে তরুণ তুর্কিকে।
আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়াকে ভরসা জোগানোর সঙ্গে সঙ্গেই দিল্লি ক্যাপিটালসকে ভরসা জুগিয়েছেন। উইকেটকিপার-ব্যাটার হিসাবে বহু একক দক্ষতায় জিতিয়েছেন। ২০১৭ সালের পর থেকে প্রত্যেক আইপিএল সিজনেই তিনি ৩০০ প্লাস রান করেছেন। তবে গত সিজনে পন্থের অনুপস্থিতিতে দিল্লি নবম স্থানে ফিনিশ করে।
দুর্ঘটনায় পন্থের পিঠ, এবং মাথায় ইনজুরি হয়। এমনকি ডান পায়ের হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যায়। এতেই অনির্দিষ্টকালের জন্য ছিটকে যান বাইশ গজ থেকে। মুম্বইয়ে অস্ত্রোপচারের পর পন্থ এনসিএ-তে রিহ্যাব সারছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজের শারীরিক আপডেট নিয়মিত দিয়ে চলেছেন তিনি।
নিলামের আগে দিল্লি ক্যাপিটালস-এর তরফে রিটেন করা হয়েছিল তারকাকে। গত নভেম্বরেই দিল্লি ক্যাপিটালস-এর মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় কনফার্ম করেছিলেন, আসন্ন আইপিএলে খেলবেন পন্থ। পিটিআইকে মহারাজ জানান, "ও বর্তমানে বেশ ভালো রয়েছে। আইপিএল-এও খেলবে।"
সম্প্রতি দিল্লি ক্যাপিটালস-এর ট্রেনিং ক্যাম্পেও হাজির ছিলেন তিনি।