Advertisment

প্রিয় দল সেই মুম্বইয়েই অপমানিত! পিছন থেকে এভাবেই 'ছুরি খেতে হল' রোহিত শর্মাকে

অপমানিত, লাঞ্ছিত রোহিত শর্মা! পিছন থেকে ছুরি খেয়েই মুম্বই ছাড়ছেন কিংবদন্তি

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-sharma

বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (টুইটার)

আরও সম্মান প্রাপ্য কি ছিল না রোহিত শর্মার? মুম্বইকে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি হিসাবে গড়ে তোলার কারিগর তিনি। টানা দশ সিজন দলকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে পাঁচবারই দলকে আইপিএল জিতিয়েছেন ক্যাপ্টেন হিসাবে। তিনি নিজে মুম্বই ইন্ডিয়ান্স থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার সুযোগ পেলেন না। মুম্বই বরং তাঁকে সরিয়ে দিল। রোহিত নিজের উত্তরসূরি বাছাই করে যেতে পারলেন না। শিষ্য হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দিয়ে রোহিতকে সরিয়ে দেওয়া হল স্রেফ এক প্রেস বিবৃতিতে।

Advertisment

এমন অপমানজনক কাণ্ডের পর রোহিত কি থাকবেন মুম্বইয়ে? একাধিক সর্বভারতীয় প্রচারমাধ্যমের সূত্র জানাচেজ ক্রিকেটার হিসেবে এই সিজনেই মুম্বইয়ে খেলে ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যেতে পারেন তিনি। এমনই সম্ভবনা প্রবল।

২০২৫-এ আবার আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে যথারীতি পুরো স্কোয়াড ভেঙে নতুন করে গড়ে তুলতে হবে সমস্ত দলকে। একজন বিদেশি সহ তিন জন দেশি তারকাকে রিটেন করতে পারবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি। তখনই দল ছাড়তে পারেন হিটম্যান। এমনিতে মুম্বই কাদের রিটেন করবে, তা খুব-ই স্পষ্ট- হার্দিক পান্ডিয়ার সঙ্গে জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব থাকছেন দেশিদের কোটায়।

সেই নিলামেই রোহিত শেষবারের মত নতুন ঘর খুঁজে নিতে পারেন। রোহিত বরাবরই ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধ। ডেকান চার্জার্সে গিলক্রিস্টদের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন আইপিএলে। তারপর পা রেখেছিলেন মুম্বইয়ে। তারপর মুম্বইকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।

রোহিত সদ্যই দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন জাতীয় দলকে। জুনে টি২০ ওয়ার্ল্ড কাপেও সম্ভবত রোহিত দলকে নেতৃত্ব দেবেন। আর টিম ইন্ডিয়াতেও রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন হার্দিক পান্ডিয়া। সীমিত ওভাররর ক্রিকেটে রোহিতের জায়গায় হার্দিকের পাকাপাকিভাবে নেতৃত্ব নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবে আসন্ন আইপিএল এবং টি২০ ওয়ার্ল্ড কাপে বিধ্বংসী রোহিতের ব্যাট যদি পুনরায় জ্বলে ওঠে, কী হবে সমীকরণ, ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে।

রোহিত এমনিতে বারবার বলেছেন, মুম্বই ছাড়া অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাবেন না তিনি। তবে ফ্র্যাঞ্চাইজিদের নির্মম দুনিয়ায় আবেগের কোনও স্থান নেই। রোহিত শুক্রবারেই মুম্বই ছেড়েছেন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত খেলবেন স্রেফ টেস্ট সিরিজে।

আর প্রোটিয়াজ সফরে রওনা দেওয়ার আগেই বড় দুঃসংবাদ শুনলেন তিনি। তবে মহাতারকা এখনও খোলসা করেননি নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার আগে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়েছিল কিনা। হলেও তা কতটা। নেতৃত্ব থেকে তাঁকে ছাঁটাই তাঁর সম্মতিতেই হয়েছে কিনা। কিছুই আপাতত জানার উপায় নেই। যতক্ষণ না তিনি মুখ খুলছেন। তবে সূর্যকুমার যাদবের হৃদয় ভাঙা ইমোজি সম্ভবত ইঙ্গিত দিয়েছে, মুম্বই শিবিরে কিছু একটা ঘটেছে।

হার্দিক অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত নতুন ক্যাপ্টেনকে স্বাগত জানিয়ে কিছু লেখেননি রোহিত, এতেই জল্পনা আরও বেড়েছে।

হার্দিককে যখন নিলামের আগে ট্রেড ইন করার সময় মুম্বইয়ের তরফে যোগাযোগ করা হয়েছিল, সেই সময়েই হার্দিক নাকি জানিয়ে দেন, মুম্বইয়ে আসতে রাজি তিনি। তবে একটি মাত্র শর্তে। তা হল, রোহিতের হাত থেকে নেতৃত্বের ব্যাটন তাঁর হাতে তুলে দিতে হবে।

গোটা ঘটনা প্রকাশ্যে চলে আসার পরে হার্দিককে নিয়েই মুম্বইয়ের অন্দরমহলে ক্ষোভ তুঙ্গে উঠেছে। হার্দিককে নিজের হাতে মুম্বইয়ে একসময় প্রতিষ্ঠা দিয়েছেন রোহিত। তার সঙ্গেই নাকি এভাবে 'খেলা' খেললেন হার্দিক।

এমনিতে নেতৃত্ব বদল নিয়ে সূর্যকুমার-ঈশান কিষান-জসপ্রীত বুমরা মুম্বইয়ের টপ থ্রি একদমই মৌনব্রত পালন করেছেন। হার্দিককে স্বাগত জানাননি কেউই। বরং সূর্যকুমার একধাপ এগিয়ে ভাঙা হৃদয়ের ইমোজি পোস্ট করে নিজের যাবতীয় অসন্তোষ বুঝিয়ে দিয়েছেন।

ঘটনা যাইহোক, রোহিতকে সরিয়ে দিয়ে মুম্বই যে আইপিএলের ইতিহাসে অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাতে কোনও সন্দেহ নেই।

IPL Hardik Pandya Mumbai Indians Rohit Sharma
Advertisment