Advertisment

রোহিতের মত অপমানিত হন ধোনিও, জ্বালা সয়েছিলেন অধিনায়কত্ব হারানোর! IPL-এই ঘটে অবিশ্বাস্য ঘটনা

রোহিত একাই নন, আইপিএল কেড়েছে একের পর এক কিংবদন্তির অধিনায়কত্ব

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhoni and Rohit

আইপিএলের দুই সফলতম অধিনায়ক ধোনি-রোহিত (টুইটার)

আইপিএলে তোলপাড় ফেলা সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হঠাৎ করেই রোহিতকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করা এখনও হৃদয়ঙ্গম হচ্ছে না অনেকের। মুম্বই রোহিতকে সরিয়ে দেওয়ার পর এখনও পর্যন্ত স্পিকটি নট হিটম্যান। মুখ খুলেছেন সূর্যকুমার যাদব। হৃদয় ভাঙার ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঝড় তুলে দিয়েছেন স্কাই।

Advertisment

সবমিলিয়ে মুম্বইকে পাঁচবার কাপ দেওয়া ক্যাপ্টেনকে যেভাবে অপসারণ করা হল, কার্যত কেউই মেনে নিতে পারছেন না। হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার ধরণ নিয়েও প্রশ্ন উঠে গিয়ে একগাদা। ট্রান্সফারে গুজরাটকে কার্যত অন্ধকারে রেখে সরাসরি হার্দিকের সঙ্গে নাকি যোগাযোগ করেছিল মুম্বই।

১৯ তারিখে বসছে নিলামের আসর। তার আগে বিতর্কের দাবানল জ্বালিয়ে দিল মুম্বইয়ের সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট মহলে এখনও হার্টথ্রব রোহিত শর্মা। সদ্যই অধিনায়ক হিসাবে জাতীয় দলকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার কয়েক সপ্তাহের মধ্যেই রোহিতকে অপসারণের সিদ্ধান্ত মোটেই গ্রহণযোগ্য হচ্ছে না ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় বিশাল ফলোয়ার হারাতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে হঠাৎ করেই।

শুধু রোহিত শর্মাই নন। এর আগেও আইপিএলে নির্মম ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় ছাঁটাই হতে হয়েছিল একাধিক মহীরুহকে। দেখে নেওয়া যাক তালিকা-

অজিঙ্কা রাহানে (রাজস্থান রয়্যালস): ২০১৯-এ এই কাণ্ড ঘটেছিল রাজস্থান রয়্যালসকে। সেই সিজনে রাহানেকে অধিনায়ক করে আইপিএলে নেমেছিল মরু শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে রাহানের নেতৃত্বে রাজস্থান ম্যাচের পর ম্যাচ হোঁচট খাচ্ছিল। মরশুমের মাঝপথেই রাহানেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় স্টিভ স্মিথকে। ঘটনা হল, স্মিথ যে পুরো সিজন খেলতে পারবেন না আগেই চূড়ান্ত ছিল। ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগাম দল ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন স্টিভ স্মিথ। তা সত্ত্বেও রাজস্থান রয়্যালস দায়িত্ব দেয় অজি তারকাকে। স্মিথ দল ছাড়ার পর পুনরায় অধিনায়ক করা হয় রাহানেকে। এমন অপমান সাইতে পারেননি সিনিয়র তারকা। মরশুম শেষেই দিল্লি ক্যাপিটালস-এ নাম লেখান তিনি।

রবীন্দ্র জাদেজা (সিএসকে): মহেন্দ্র সিং ধোনি হাতে করে নেতৃত্বের দায়ভার তুলে দিয়েছিলেন অনুজ জাদেজার কাছে। ভাবা হয়েছিল সিএসকেতে ধোনি জমানা খতমের পর জাদেজাকে কেন্দ্র করেই হয়ত নতুন চেন্নাই গড়ে উঠবে। তবে অচিরেই মোহভঙ্গ হয় সিএসকের। প্ৰথম আট ম্যাচে মাত্র দুটো জয় পেয়ে রীতিমত সমস্যায় পড়ে গিয়েছিল জাদেজার চেন্নাই। মরশুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেনি সিএসকে। জাদেজাকে সরিয়ে মরশুমের মাঝেই ধোনিকে পুনরায় অধিনায়কত্বের ব্যাটন তুলে দেয় চেন্নাই। আসন্ন সিজনেও ধোনি ক্যাপ্টেন হচ্ছেন। ধোনি-পরবর্তী জমানার নতুন অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে রুতুরাজ গায়কোয়াডকে।

মহেন্দ্র সিং ধোনি (পুনে সুপার জায়ান্টস): মহেন্দ্র সিং ধোনিকেও নেতৃত্ব-অপসারণের বিস্বাদ হজম করতে হয়েছিল। দু-দুটো বিশ্বকাপ জয়ী অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। তর্কাতীতভাবে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্যাপ্টেন। তাঁকেও রেয়াত করেনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নির্মম দুনিয়া।

আরও পড়ুন- রোহিত শর্মাকে ছেঁটে ফেলার জের, বিরাট ক্ষতির মুখে মুম্বই ইন্ডিয়ান্স, হাহাকার IPL-এ

পুনে সেই সাহস দেখিয়েছিল। সিএসকে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ হওয়ার পর ধোনি যোগ দিয়েছিলেন পুনে সুপার জায়ান্টস-এ। প্ৰথম সিজনে অধিনায়ক থাকলেও ২০১৭-য় ধোনিকে ছেঁটে ফেলে স্মিথের হাতে নেতৃত্ব তুলে দেয় পুনে ফ্র্যাঞ্চাইজি। ধোনিকে খেলতে হয় স্রেফ একজন ব্যাটার-উইকেটকিপার হিসাবে। ধোনির মত একজনের সঙ্গে যে আচরণ করেছিল পুনে, তাতে অবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। স্মিথ অবশ্য তাঁর নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। সামনে থেকে ধোনিদের নেতৃত্ব দিয়ে পুনেকে ফাইনালে তোলেন। তবে চূড়ান্ত লড়াইয়ে রোহিতদের মুম্বই ইন্ডিয়ান্সের সামনে হার মানতে হয় পুনেকে।

Chennai Super Kings Mumbai Indians MS DHONI Rohit Sharma
Advertisment