T20 World Cup 2024: সময় ঘনিয়ে এল টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার। খারাপ ফর্মেও আসন্ন টি-২০ বিশ্বকাপে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। শুধু রাখা হয়নি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ককে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক করা হয়েছে। তার ভিত্তিতে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপের পরেই অবসর গ্রহণ করবেন। আর, হার্দিককে চাপে পড়ে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক করা হয়েছে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হার্দিক তাঁর পারফরম্যান্সের জন্য বিশ্বকাপের দলে সুযোগ পাননি। তিনি আগামিদিনে ভারতীয় দল চালাবেন। তিনিই হবেন অধিনায়ক। সেই জন্যই তাঁকে এখন থেকেই দলে রাখা হয়েছে। এমনিতে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সম্পর্ক মোটেই মধুর নয়। হার্দিক আগে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ- আইপিএল জিতেছে। আর হার্দিক চলে গিয়েছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়ে। ২০২২ সালে গুজরাটকে আইপিএল জিতিয়েছেন। পরের বছর রানার্স করেছেন।
আর, তারপরই গত ১৫ ডিসেম্বর রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে। তবে, বিভিন্ন মহলের দাবি, মু্ম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম হার্দিককে খোলামনে গ্রহণ করেনি। বিদেশি খেলোয়াড়রা হার্দিকের কথা শুনছেন। কিন্তু, ঘরোয়া ক্রিকেটাররা এখনও রোহিতের কথাই বেশি মানছেন। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে। তারপর অবশ্য হার্দিকের অধিনায়কত্ব নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছেন জসপ্রিত বুমরাহ। পঞ্জাবের বিরুদ্ধে ভালো খেলা তিলক ভার্মার সঙ্গে হার্দিকের প্রায় হাতাহাতির খবরও ড্রেসিংরুমের বাইরে এসেছে।
আরও পড়ুন- ২৮৩৯০ কোটি টাকার মালিক, লেখাপড়া কিন্তু… সঞ্জীব গোয়েঙ্কার শিক্ষাগত যোগ্যতা বিশ্বাস করবেন না অনেকেই
মাইকেল ক্লার্ক তো সরাসরি অভিযোগ করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্সকে মনে হচ্ছে যেন দুটি শিবিরে বিভক্ত। কেকেআরের বিরুদ্ধে রোহিতের অনুশীলনের সময়ও হার্দিককে কোথাও দেখা যায়নি। তারই মধ্যে অভিযোগ উঠেছে, টি-২০ বিশ্বকাপের দল বাছাইয়ের সময় রোহিত এবং অজিত আগারকার কেউই হার্দিককে দলে চাননি। কিন্তু, তাঁদের চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছে। এর আগে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল ২০২২ সালে। সেবছর, ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবারের আইপিএলে রোহিতও ভালো কিছু করতে পারেননি। এই পরিস্থিতিতে জুনে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপে রোহিত এব হার্দিক কেমন খেলেন, সেদিকেই তাকিয়ে থাকবেন দর্শকরা।