Advertisment

Mumbai Indians: অন্যায় হল! রোহিতের বউয়ের এক বার্তায় ধ্বংস মুম্বই, হার্দিক-বিতর্ক আবার-ও ধিকিধিকি

Ritika Sajdeh cryptic comment : মুম্বইকে রোহিত পাঁচবার আইপিএল ট্রফি জিতিয়েছেন। হার্দিক আবার গুজরাটের অধিনায়ক হিসেবে অভিষেক মরশুমেই খেতাব জিততে সাহায্য করেছে টাইটান্সদের। দ্বিতীয় মরশুমেই রানার্স আপ হয়েছে গুজরাট। হার্দিক তার আগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন ২০১৫ থেকে ২০২১- টানা সাত বছর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Mumbai Indians, IPL, Ritika Sajdeh

Mumbai Indians: নেতৃত্ব বদল নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে বিতর্ক চলছেই (টুইটার)

Hardik Pandya-Rohit Sharma: ২৪ ঘন্টা আগেই মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজি কেন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসাবে নিয়োগ করেছে। এর পরেই মুখ খুললেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে। ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী বার্তা দিলেন রোহিতের স্ত্রী।

Advertisment

ইনস্টাগ্রামে এক ক্লিপে পাল্টা প্রতিক্রিয়া জানালেন রীতিকা। যে রিলে মার্ক বাউচারকে মুম্বইয়ের নেতৃত্ব বদল নিয়ে ব্যাখ্যা দিতে শোনা যাচ্ছিল। মুম্বইকে রোহিত পাঁচবার আইপিএল ট্রফি জিতিয়েছেন। হার্দিক আবার গুজরাটের অধিনায়ক হিসেবে অভিষেক মরশুমেই খেতাব জিততে সাহায্য করেছে দলকে। দ্বিতীয় মরশুমেই রানার্স আপ হয়েছে গুজরাট। হার্দিক তার আগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন ২০১৫ থেকে ২০২১- টানা সাত বছর।

বাউচারের সেই পডকাস্টের ভিডিওয় রীতিকা কমেন্ট করেন, "কত কিছু ভুল রয়েছে এই সিদ্ধান্তে।"

স্ম্যাশ স্পোর্টস পডকাস্টে বাউচার মুম্বইয়ের অধিনায়ক বদলের কারণ ফাঁস করেছিলেন। বলে দেন, "আমি মনে করি এটি সম্পূর্ণ একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা হার্দিককে একজন খেলোয়াড় হিসেবে ফিরে পাওয়ার জন্য উইন্ডো পিরিয়ড দেখেছি। আমার কাছে এটা একটি মধ্যবর্তী অধ্যায় ছিল। ভারতে অনেক লোকই বুঝতে পারেন না, লোকেরা কেন এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে এটা ঘটেছে। এর সঙ্গে আবেগ মেশালে চলবে না। আমি মনে করি, এটা ক্রিকেটার রোহিতের সেরাটা বের করে আনবে। ওঁকে ম্যাচটা উপভোগ করতে দিন। কিছু ভালো স্কোর করুক।"

বাউচার বোঝাতে চেয়েছেন যে অধিনায়কত্ব রোহিতের ওপর প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, ‘আমি বলতে চাইছি যে এটা কোনও বিজ্ঞাপনের ব্যাপার না। এটা ক্রিকেট। আমি রো (রোহিত)-এর সম্পর্কে বলতে পারি যে ও দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করছে। মুম্বই ইন্ডিয়ান্সকে অনেক সাফল্য এনে দিয়েছে। এখন ও ভারতকে নেতৃত্ব দিচ্ছে। ও ভীষণ ব্যস্ত। ব্যাটিংয়ে ভালো হলেও গত দুই মরশুমে বিরাট কিছু করতে পারেনি। কিন্তু, অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছে।"

Mumbai Indians, Rohit Sharma
Rohit-Sharma: বাউচারের ভিডিওর তলায় এভাবেই কমেন্ট করলেন রীতিকা সাজদে

বাউচারের সংযোজন, "সেই কারণেই আমরা মুম্বই ইন্ডিয়ানসে তাঁকে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে দেখতে চেয়েছি। এতে তিনি একটা বড় সুযোগ পেলেন। অধিনায়কত্বের বোঝা তাঁকে বইতে হবে না। তিনি মন দিয়ে খেলতে পারবেন। ভারত অধিনায়ক হিসেবে তাঁর ওপর যতটা চাপ আছে, তার কিছুটা আইপিএলে হ্রাস করা হল। সম্ভবত এতে আমরা তাঁর থেকে সেরা খেলাটা পাব। আমরা দেখতে চাই যে তিনি হাসিমুখে খেলছেন।"

আরও পড়ুন: টেস্ট জিতেই এই তারকাকে বাদ দিচ্ছে টিম ইন্ডিয়া! ভাইজ্যাগে উড়ে এলেন আগারকার

এসব বলার পাশাপাশি, হার্দিক পান্ডিয়া সম্পর্কে মুখ খুলেছেন বাউচার। পান্ডিয়ার অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন। এই ব্যাপারে বাউচার বলেন, "ও (পান্ডিয়া) মুম্বই ইন্ডিয়ানসেরই ছেলে। অন্য ফ্র্যাঞ্চাইজিতে গিয়েছিল। প্রথম বছর খেতাব জিতেছে। দ্বিতীয় বছরে রানার্স হয়েছে। এতে স্পষ্ট যে, ওঁর মধ্যেও অধিনায়কত্বের ভালো দক্ষতা আছে।"

IPL Hardik Pandya Mumbai Indians Rohit Sharma
Advertisment