/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-MS-Dhoni-and-Tendulkar.jpg)
এমএস ধোনি এবং শচীন টেন্ডুলকার ভারতের হয়ে তাদের খেলার দিনগুলিতে আলোকিত মুহূর্ত শেয়ার করেন। (এক্সপ্রেস ফাইল)
Sachin Tendulkar Team India MS Dhoni: ঝাঁকড়া চুলের ধোনির টিম ইন্ডিয়ার প্রথম দিকের দিনগুলো কেমন ছিল, তা নিয়েই এবার আলোকপাত করলেন শচীন তেন্ডুলকর। প্ৰথম দেখায় ধোনি তাঁর কাছে কী প্রভাব ফেলেছিল, পরবর্তী অধিনায়ক হিসেবে ধোনির নাম কেন টিম ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব করেন, তা-ও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
প্ৰথম দেখা:
২০০৩/০৪-এর বাংলাদেশ সফরে ধোনিকে প্ৰথম দেখেন শচীন। জিও ইনসাইডার-এ শচীন বলেছেন, "প্রথমবার ওঁকে বাংলাদেশে দেখি। সিরিজের কোনও একটা ম্যাচে ইনিংসের শেষদিকে ও বেশ কয়েকটা শট হাঁকায়, ওঁর ব্যাট থেকে যে শব্দ বেরোয়, আমি সঙ্গেসঙ্গে পাশে বসা সৌরভের দিকে ঘুরে বলি, দাদা ওঁর ব্যাট থেকে তো আলাদাই শব্দ বেরোচ্ছে। বিগ হিটারদের মধ্যে এই বিশেষত্ব থাকে, যেখানে মনে হয় বল ল্যান্ড করবে, আদতে আরও দশ গজ বেশি দূরত্বে বল যায়।"
লাজুক এমএস ধোনি
শচীন এক ঘটনার কথা স্মরণ করলেন, যখন তিনি প্রথম উপলব্ধি করেন কেন ধোনি তাঁর পাশে বসেন না! "অনেক প্লেয়ারই আমাকে বলত, ফ্লাইটে আমার পাশে সিট পড়লে ও নির্ঘাত অন্য কারোর সঙ্গে সিট অদলবদল করে নিত। টিম ইন্ডিয়ায় প্রথম কয়েক বছর তো ও আমার পাশেই বসেনি। পরবর্তীতে আমরা পাশাপাশি বসতাম। ও যে আমার পাশে বসতে লজ্জা পেত, সেটা আগে জানতাম না। সেই কারণেই ও আমার পাশের সিট অন্য কাউকে ছেড়ে দিত।" বলেছেন লিটল মাস্টার।
আরও পড়ুন: CSK-র জার্সি দেখেই নাক সিঁটকোলেন মুস্তাফিজুর! বিরাট শাস্তি হতে পারে টাইগার তারকার
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-Sachin-and-Dhoni.jpg)
অধিনায়কত্ব:
২০০৭-এ বোর্ডের তরফে শচীনের কাছে অধিনায়কত্বের অফার যায়। তবে শচীন সেই সময় ধোনির নাম প্রস্তাব করেন। শচীন জানিয়েছেন, "বোর্ডের তরফে আমাকে ২০০৭-এ নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়। তবে আমার শরীর ভীষণ খারাপ শ্যেপে ছিল। ধোনিকে নিয়ে আমার পর্যবেক্ষণ বরাবর ভালো ছিল। ও খুব শান্ত স্বভাবের ধীরস্থির। ইন্দ্রিয় সচেতন। এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমিই ওঁর নাম অধিনায়কত্বের জন্য প্রস্তাব দিই।"
আইপিএল ২০২৪-এ ধোনির ভূমিকা
ধোনি নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আইপিএল শুরুর ঠিক ২৪ ঘন্টা আগে। অনুজ রুতুরাজ গায়কোয়াডের হাতে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছেন। আর রুতুরাজের সিএসকে প্রথম ম্যাচেই ৬ উইকেটে বড়সড় জয় পেয়েছে আরসিবির বিপক্ষে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-MS-Dhoni-and-Sachin-Tendulkar.jpg)
ব্যাট হাতে ধোনিকে দেখা না গেলেও উইকেটকিপিংয়ে ধোনিকে আগের মতই সপ্রতিভ লেগেছে। দুটো ক্যাচ নিয়েছেন। আন্ডার আর্ম থ্রোয়ে অনুজ রাওয়াতকে রান আউট করেছেন। দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিয়েছেন মহাতারকা।