Advertisment

IPL 2024: মুখ খুললেন জয় শাহ! IPL এর আয়োজন নিয়ে বেনজির ব্যবস্থা নিচ্ছে BCCI

IPL 2024 full schedule along with General Election: নির্বাচনটি সাতটি ধাপে অনুষ্ঠিত হবে, 19 এপ্রিল থেকে শুরু হবে, 4 জুন ভোট গণনা শুরু হবে। 2019 সালের সাধারণ নির্বাচনের সময় বিসিসিআই একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিল কিন্তু আইপিএল ভারতে অনুষ্ঠিত হয়েছিল।

IE Bangla Web Desk এবং Subhasish Hazra
New Update
IPL

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বাম দিকে এবং আইপিএল ট্রফি ডানদিকে। (ফাইল)

Indian Premiere League 2024: শনিবার লোকসভা নির্বাচনের সাত দফার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। লোকসভার দিনক্ষণের জন্যই অপেক্ষায় ছিল আইপিএল। এবার জানা যাচ্ছে, নির্বাচনের সময় পুরো লিগ ভারতেই অনুষ্ঠিত হবে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বোর্ড সচিব জয় শাহ বলেছেন, "পুরো আইপিএল ভারতেই হবে। বিসিসিআই পুরো সূচি নিয়ে কাজ করে চলেছে। খুব শীঘ্রই তা প্রকাশ্যে জানানো হবে।"

লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল। সাত দফা নির্বাচনের পর গণনা হবে ৪ জুন। ২০১৯-এও একই পরিস্থিতির মুখে পড়েছিল বিসিসিআই। তবে তখনও গোটা আইপিএল ভারতে আয়োজিত হয়েছিল। ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের মাত্র ২১ টি ম্যাচের সূচি ঘোষনা করা হয়েছে। বোর্ডের তরফে বলা হয়েছিল নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে এলেই বাকি টুর্নামেন্টের সূচি ঘোষণা করে দেওয়া হবে।

আরও পড়ুন- বোর্ডের চুক্তিতে বাদ পড়েও হেলদোল নেই! মালিঙ্গাকে নকল করে ফের শিরোনামে ঈশান কিষান, দেখুন ভিডিও

জয় শাহ সেই সময় বলেছিলেন, "অতীতের মত এবারেও বিসিসিআই কেন্দ্রীয় সরকার এবং নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে। লোকসভা নির্বাচনের সময়ে যাবতীয় প্রটোকল এবং নির্দেশ মেনেই সমস্ত কিছু পরিচালনা করা হবে। ১৮তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর প্ৰথম দুই সপ্তাহের আইপিএল সূচির বিষয়ে পর্যালোচনা করা হবে। এর পরে স্থানীয় আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনের দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাকি লিগের সূচি চূড়ান্ত করবে।"

আইপিএলের সমস্ত দলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সমস্ত প্লেয়াররা একত্রিত হয়েছেন সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি শিবিরে। ২২ মার্চ প্ৰথম ম্যাচেই মুখোমুখি হবেন সিএসকে এবং আরসিবি।

BCCI IPL General Election 2024 loksabha election 2024 Jay Shah
Advertisment