সময়টা ২০১১। মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) আইপিএল নিলামে নিয়েছিল রোহিত শর্মাকে। ২০ লক্ষ মার্কিন ডলারে সেই সময় রোহিতকে কিনেছিল এমআই। আর, এই নিয়ে তাদেরকে রসিকতা করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই রোহিতই বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-র ইতিহাসে যুগ্ম সফলতম অধিনায়কদের একজন। অধিনায়ক হিসেবে এমআইকে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০- মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ১০ বছর খেলে পাঁচ বার চ্যাম্পিয়ন করা। অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জয়ের কৃতিত্ব আরও একজনের আছে। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় ক্রিকেটের আদরের মাহি।
সম্প্রতি হয়ে গেল ২০২৪ সালের আইপিএল নিলাম। তার ঠিক আগেই রোহিতের সঙ্গে এমআইয়ের সম্পর্ক ফের চর্চায়। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিতকে সরিয়ে এবারই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে মুম্বই। হার্দিক দুই বছরের জন্য গুজরাট টাইটানসে গিয়েছিলেন। মুম্বইয়ের অধিনায়ক হবেন, এই শর্তেই পুরোনো দলে ফিরলেন। তা নিয়ে জলঘোলা নেহাত কম হয়নি। মুম্বইয়ের কয়েক লক্ষ সমর্থক সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখিয়েছেন। আর, এই বিক্ষোভ তো হওয়ারই কথা। রোহিত নিঃসন্দেহে নিজেকে প্রমাণ করেছেন। পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ২০১৩-র মাঝামাঝি মুম্বইয়ের ক্যাপ্টেন হয়েছিলেন। সেই বছরই খেতাব জিতেছে এমআই। তার একবছর বাদে বাদেই দল আইপিএল শিরোপা পেয়েছে রোহিতের অধিনায়কত্বে।
তবে, রোহিতের আইপিএল জেতার শুরুটা কিন্তু, মুম্বই ইন্ডিয়ানসে এসে হয়নি। যোগ দেওয়ার আগে রোহিত প্রথম তিন বছর ডেকান চার্জারসে খেলেছিলেন। সেখানেও ২০০৯ সালে আইপিএল জিতেছিল তাঁর দল। এর দু'বছর বাদে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স-এ আসা। আর, ইতিহাস গড়ার সূত্রপাত। মুম্বইও তক্কে তক্কে ছিল। ২০১১-র নিলামে রোহিতকে প্রায় ৯ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। সেই সময়ে ৯ কোটি টাকা! অঙ্কটা বেশ বেশি। তা-ও কেন রোহিতের মত ভারতীয় খেলোয়াড়ের জন্য? ভবিষ্যতটা বুঝতে ভুল করেছিল নাইট রাইডার্স।
আর, রোহিতকে অত টাকা দিয়ে দলে নেওয়ায় সোশ্যাল মিডিয়া, টুইটার (বর্তমানে এক্স)-এ কটাক্ষ করেছিল কেকেআর। কী লিখেছিল নাইটরা? লিখেছিল, 'বাহ! এটা অবাক করে দেওয়ার মত বেশি দাম! @এমআইপল্টন রোহিত শর্মাকে ২ মিলিয়ন ডলারে কিনেছে!' এই কটাক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড় হয়েছিল। রোহিত মুখে জবাব না দিলেও, কটাক্ষটা যে ঠিক হয়নি, পরের বছরই তা হাতনাতে বুঝতে পারে কেকেআর। হয়তো হাত কামড়েছে। কিন্তু, তখন অনেকটাই দেরি করে ফেলেছে কিং খানের বাহিনী।
আরও পড়ুন- হার্দিক নন, IPL-এ নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে আম্বানিদের! মাথায় আকাশ ভেঙে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের
কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে, পরের বছর ২০১২ সালেই রোহিত সেঞ্চুরি করেছিল। আর, সেই মাঠেই ২০১৩ এবং ২০১৫ সালে রোহিতের নেতৃত্বে এমআইয়ের আইপিএল জয়। দু'বারই ফাইনালে হার মেনেছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ভক্তদের অনেকের বিশ্বাস, কেকেআরের ঘরের মাঠ বলেই হয়তো রোহিত আরও বেশি করে ইডেনে জ্বলে উঠেছিলেন। তবে, শুধু কেকেআরের বিরুদ্ধে জ্বলে ওঠাই নয়। আইপিএলে মুম্বইকে অনেক দিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক। ২০৭ ম্যাচ খেলেছেন। আর, রানের পরিমাণ ৫,৩১৪। যার মধ্যে আছে একটা সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ১২৯.৭৬। সেই লম্বা ইতিহাসের পর ২০২৪-এই রোহিত প্রথম মু্ম্বইয়ের হয়ে খেলবেন, যখন তাঁর মাথায় অধিনায়কের টুপিটা থাকবে না।