Indian Premiere League 2024: আইপিএলের আগে সমস্যার পাহাড়ে চড়ছে কেকেআর অন্দরমহলে। এমনিতেই লিগ শুরুর আগেই কেকেআর ক্যাম্প ছেড়ে দিয়েছেন জেসন রয়, গ্যাস আটকিনসনের মত তারকারা। এর মধ্যেই খবর কেকেআর সম্ভবত লিগে খেলতে নামবে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছাড়াই। পুরো সিজন না হলেও অন্তত প্ৰথম দিকের কয়েকটা ম্যাচে তো বটেই।
বোর্ডের বিদ্রোহী ক্রিকেটার হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন সম্প্রতি। দ্বিতীয় টেস্টের পর জাতীয় দল থেকে বাদ পড়া তারকা কেকেআর ক্যাম্পে যোগ দিয়ে বোর্ডের বিরাগভাজন হয়েছেন। বোর্ডের তরফে রঞ্জিতে খেলার নিষেধ উপেক্ষা করেই চলেছে আইপিএল প্রস্তুতি। এমনকি এনসিএ ডিরেক্টর স্বয়ং সংবাদমাধ্যমে বলে দেন, শ্রেয়সের কোনও চোট-ই নেই। যে চোটের বাহানা তিনি দিয়েছেন তা ভুয়া।
আর মুম্বইয়ের হয়ে রঞ্জির কোয়ার্টার ফাইনালে না খেলা শ্রেয়স শেষমেশ বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। পথে অনন্ত চাপের মুখে মুম্বইয়ের হয়ে সেমিফাইনাল এবং ফাইনালে খেলতে দেখা গিয়েছে তারকাকে।
আর রঞ্জিতে খেলতে নেমেই নাকি।বিপত্তি। গত একবছর ধরে পিঠের চোটে কাবু ছিলেন তারকা। অস্ত্রোপচারের পর ফিরে এসেছেন। বিশ্বকাপেও পারফর্ম করেছেন। তবে জানা যাচ্ছে, বোর্ডের চাপের মুখে খেলতে গিয়েও ফের একবার নাকি পুরোনো চোটের জায়গায় সমস্যা শুরু হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালে বিদর্ভের বিপক্ষে নেমে ৯৫ রান করার পথে বেশ কয়েকবার মাঠেই ফিজিওর শরণাপন্ন হতে হয়েছে তারকাকে। শ্রেয়সের ঘনিষ্ঠ মহলের সূত্রে টাইমস অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে, "চোটের কন্ডিশন মোটেই ভালো মনে হচ্ছে না। রঞ্জি ফাইনালের পঞ্চম দিন ও সম্ভবত মাঠে নামবে না। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে সম্ভবত ও খেলবে না।"
১২.২৫ কোটি টাকার দিল্লি ক্যাপিটালস থেকে শ্রেয়স কেকেআরে পা রেখেছিলেন। তবে চোটের কারণে গত সিজনের পুরোটাই খেলতে পারেননি। নীতিশ রানা অধিনায়কত্ব করেছিলেন। এবারেও তারকা ব্যাটারের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বোর্ডের জোরাজুরিতে রঞ্জিতে খেলতে গিয়ে বিপদ বাড়ালেন শ্রেয়স। এতেই আপাতত মাথায় হাত কেকেআর শিবিরের।