Rinku Singh in t20 World Cup: ট্যাকটিকাল কারণেই বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। এমনটাই জানালেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। রিঙ্কুকে এই জন্য হতাশ হতেও নিষেধ করেন তিনি।
বেঙ্গল প্রো টি২০ লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মহারাজ বলে দেন, "খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানে উইকেট স্লো থাকবে এবং স্পিন সহায়ক হবে। সেই কারণেই নির্বাচকরা অতিরিক্ত একজন স্পিনার নিতে চেয়েছেন। হয়ত এই কারণেই রিঙ্কুকে বাইরে যেতে হয়েছে। তবে এটা রিঙ্কুর শুরু হয়ে থাকল।"
জাতীয় দলের হয়ে রিঙ্কু যে ১৫টি টি২০ খেলেছেন, তাতে তারকার স্ট্রাইক রেট ১৭৬ প্লাস। তবে সৌরভের ব্যাখ্যা ওয়েস্ট ইন্ডিজের স্পিন সহায়ক ট্র্যাকে অতিরিক্ত স্পিনার খেলানোর জন্যই বাইরে বসতে হচ্ছে রিঙ্কুকে।
ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। জুনের ৫ তারিখে ভারত মুখোমুখি আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপার এইট পর্বে ভারতকে খেলতে হবে ক্যারিবীয় মুলুকে। সৌরভ বলছেন, টুর্নামেন্ট জুড়ে আধিপত্য দেখানো উচিত ভারত-অস্ট্রেলিয়ার যে দুই দল গত বিশ্বকাপেও দাপট দেখিয়েছিল। সৌরভ বলেছেন, "ভারত এবং অস্ট্রেলিয়া টুর্নামেন্টের দুই সেরা দল। ওঁরা একইভাবে দাপট দেখাবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি নিশ্চিত।
ভারতের স্কোয়াড নিয়ে সৌরভের বক্তব্য, "দারুণ একটা স্কোয়াড। দলের সকলেই ম্যাচ উইনার। ১৫ জনের প্রত্যেকেই প্ৰথম একাদশে ঢোকার দাবিদার। আমি নিশ্চিত রোহিত-দ্রাবিড় সেরা একাদশই বেছে নেবে।"
বৃহস্পতিবার রিঙ্কু সিংকে বাদ দেওয়ার প্রশ্ন উঠতেই প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, রিঙ্কুকে বাদ দেওয়া অন্যতম কঠিন বিষয় ছিল। মুম্বইয়ে বোর্ডের প্রধান দফতরে ক্যাপ্টেন রোহিত শর্মাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করার সময় আগারকারের ব্যাখ্যা, দলের ভারসাম্য রাখার জন্যই বাইরে রাখতে হয়েছে রিঙ্কুকে।
"এটা কঠিনতম সিদ্ধান্ত ছিল (রিঙ্কুকে বাদ দেওয়া। এটা ওঁর দোষ নয়। এমন নয় যে ও অথবা শুভমান কিছু ভুল করেছে। তবে আমরা দলে যত বেশি সম্ভব অপশন খোলা রাখতে চেয়েছি। আমাদের মনে হয়েছে আরও একজন অতিরিক্ত বোলার কাজে আসবে।"