IPL 2024: ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিনের পারফর্মার। রানের পর রান করেছেন। ব্র্যাডম্যানোচিত ব্যাটিং পরিসংখ্যান নিয়ে দীর্ঘদিন জাতীয় দলের ডাকের অপেক্ষায় ছিলেন। শেষমেশ চলতি ইংল্যান্ড সিরিজেই শিকে ছিঁড়েছে তারকা ব্যাটারের। আর আবির্ভাবেই রাজকোটে মাতিয়ে দিয়েছেন সরফরাজ। দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেছেন উঠতি তারকা।
রাঁচিতে ব্যর্থ হলেও সরফরাজ যে টিম ইন্ডিয়ার আগামীর তারকা হতে চলেছেন, তা নিয়ে কোনও সংশয়ই নেই ক্রিকেট মহলের। ঘটনা হল, রঞ্জি সহ বাকি ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করে গেলেও সরফরাজ আইপিএলে সেভাবে সফলই নন। অজ্ঞাত কারণে আইপিএল-এ সরফরাজের ব্যাট সেভাবে জ্বলে ওঠেনি। আর এই বিষয় নিয়েই আলোকপাত করেছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। বলে দিয়েছেন, সরফরাজের ব্যাটিং শৈলী টি২০ নয় বরং টেস্ট ক্রিকেটের পক্ষেই মানানসই।
রেভ স্পোর্টস-কে মহারাজ বলেছেন, "আমার মনে হয় ও অনেকটা পাঁচ দিনের ক্রিকেটের পক্ষে উপযুক্ত। রঞ্জি সহ অন্যান্য ঘরোয়া ক্রিকেটে যেভাবে ও রানের পর রান করেছে, সেটা দুর্ধর্ষ। কথাতেই রয়েছে, ভালো কিছু করলে তা বৃথা যাবে না। তবে টি২০ সম্পূর্ণ অন্য ফরম্যাট।"
আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ
আইপিএল নিলামের আগেই সরফরাজকে দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দিয়েছিল। তার আগে সরফরাজ আরসিবি, পাঞ্জাব কিংস-এর হয়ে আইপিএল খেলেছেন তারকা ব্যাটার। সরফরাজের সেরা আইপিএল মরশুম বলতে ২০১৯-এ। সেবার বিরাট কোহলির আরসিবি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০ ম্যাচে ১৮০ করেছিলেন।
ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবের জন্য সরফরাজ কোনও ফ্র্যাঞ্চাইজিতেই থিতু হতে পারেননি। সেই কারণেই সৌরভ বলছেন, টেস্ট ফরম্যাটের প্লেয়ার হওয়ার জন্য রিলিজ করা হয়েছিল মুম্বইয়ের তারকা ব্যাটারকে।
সরফরাজের এই বিশ্রী আইপিএল পরিসংখ্যান হঠাৎ পিছনের সারিতে চলে গিয়েছে রাজকোটে জোড়া ইনিংসের পর। বিগ হিট নিতে পারেন তিনি, সেটা প্রমাণ করে দিয়েছেন, টম হার্টলে, রেহান আহমেদদের পিটিয়ে। সূত্রের খবর আইপিএলে সেভাবে সফল না হলেও দুরন্ত অভিষেকের পর সরফরাজকে নিতে আগ্রহী একাধিক ফ্র্যাঞ্চাইজি। কেকেআরের সঙ্গেই তারকাকে পাওয়ার লড়াইয়ে রয়েছে ধোনির সিএসকে এবং তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি আরসিবি। একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, সরফরাজের জন্য নাকি তদবির করেছেন স্বয়ং গৌতম গম্ভীর। তিনি মেন্টর হয়ে ফিরছেন পুরোনো দলে। আর তিনি টিম ম্যানেজমেন্টকে বুঝিয়েছেন, কেকেআরের সম্পদ হতে পারেন তরুণ এই ব্যাটার। তবে আরসিবি এবং সিএসকের সঙ্গে লড়াইয়ে সরফরাজকে গম্ভীরের কেকেআর ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই দেখার।