Advertisment

IPL 2024: বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতেই নেতৃত্বের ব্যাটন! KKR ফেরত কোটি কোটির বিদেশি ঝড় তুলবেন ক্যাপ্টেন হয়েই

Pat Cummins Aiden Markram Sunrisers Hyderabad: এসআরএইচের গত মরশুমটা ভালো কাটেনি। আইপিএলের ১৪টি ম্যাচে মাত্র চারটিতে জিতে তারা পয়েন্ট টেবিলের তলানিতে দৌড় শেষ করেছিল। এরপরই চাকরি গিয়েছে হেড কোচ ব্রায়ান লারার।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024, IPL Schedule 2024, IPL Fixtures 2024

IPL 2024: এই ট্রফির জন্যই লড়াই হবে আইপিএলের ১৭তম সিজনে। (এক্সপ্রেস ফটো)

SRH IPL 2024: চলতি মরশুমে আসন্ন আইপিএল, আরও এক অধিনায়ক বদলের সাক্ষী থাকতে চলেছে। ২০২৪ আইপিএল, গোড়া থেকেই অধিনায়ক বদলের ঘটনায় সরগরম। যার শুরুটা হয়েছিল আইপিএল নিলামের আগেই। মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক বেছে যার শুরুর ঘণ্টাটা বাজিয়েছিল। এবার সেই অধিনায়ক বদলের তালিকা এগিয়ে নিয়ে যেতে চলেছে এসআরএইচ।

Advertisment

আইপিএল দুনিয়ায় সানরাইজার্স হায়দরাবাদকে সংক্ষেপে এসআরএইচ বলেই ডাকা হয়। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, এসআরএইচ আসন্ন আইপিএলে আর এইডেন মার্করামকে অধিনায়ক রাখবে না। বদলে, অধিনায়ক করা হবে একদিনের ক্রিকেটে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সকে। শুধু তাই নয়। কোচ ডেল স্টেইনও নাকি থাকছেন না এবারের আইপিএলে। এবারের আইপিএল নিলামে এসআরএইচ ২০.৫ কোটি টাকায় প্যাট কামিন্সকে তাদের দলে নিয়েছে। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বেশি দামে ক্রিকেটার কেনার ঘটনা।

আর, তারপরই সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অধিনায়ক বদলে আসন্ন আইপিএলে নেতৃত্বে বদল আনতে চলেছে বলেই খবর। ২০১৬ আইপিএল চ্যাম্পিয়নরা এইডেন মার্করামের অধিনায়কত্বে গত মরশুমে ভরাডুবির শিকার হয়েছে। আর, সেই কারণেই মার্করামকে সরিয়ে কামিন্সকে দায়িত্ব দেওয়ার ভাবনা শুরু করেছে এই ফ্র্যাঞ্চাইজি। শেষ একদিনের বিশ্বকাপে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া, অপরাজিত থেকে ফাইনালে ওঠা টিম ইন্ডিয়াকে পরাস্ত করেছিল। যা কামিন্সের অধিনায়কত্বকে শিরোপা পরিয়েছে।

সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি আন্তর্জাতিক ক্রিকেটে কামিন্সের সাথে কাজ করেছেন। ফলে, আন্তর্জাতিক ক্রিকেটের সেই কম্বিনেশন আইপিএলে ভাঙতে চাইবে না এসআরএইচ। যার সূত্রেই বদলানো হতে পারে মার্করামকে। এমনটাই প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের রিপোর্টে জানা গিয়েছে। কারণ, হিসেবে বলা হচ্ছে এসআরএইচের গত মরশুমটা ভালো কাটেনি। আইপিএলের ১৪টি ম্যাচে মাত্র চারটিতে জিতে তারা পয়েন্ট টেবিলের তলানিতে দৌড় শেষ করেছিল। এরপরই চাকরি গিয়েছে হেড কোচ ব্রায়ান লারার। সেই জায়গায় ভেট্টরিকে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।

মার্করামকে বদলের আরও একটা কারণ হিসেবে বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে মার্করাম খেলছেন। সেখানে হায়দরাবাদের সহযোগী সংস্থা সানরাইজার্স ইস্টার্ন কেপকে মার্করাম নেতৃত্ব দিয়েছেন। শুধু নেতৃত্ব দেওয়াই নয়। ট্রফি জিতিয়ে সাউথ আফ্রিকা-২০ খেতাবও পাইয়ে দিয়েছেন সানরাইজার্স ইস্টার্ন কেপকে। কিন্তু, ভারতীয় আইপিএলে তিনি তেমন কোনও বিরাট কৃতিত্ব দেখাতে পারেননি।

এবারের আইপিএল দলে কামিন্স ছাড়াও এসআরএইচে থাকছেন অস্ট্রেলিয়ারই ট্রাভিস হেড এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এসআরএইচ এবার তাদের বোলিং কোচ ডেল স্টেইনকে পাচ্ছে না। স্টেইন ফ্র্যাঞ্চাইজি কর্তাদের কাছে ছুটি চেয়েছিলেন। তাই তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তবে, এবার না-থাকলেও পরের আইপিএল মরশুমে (২০২৫) স্টেইন দলের বোলিং কোচ হিসেবে যোগ দেবেন, এমনটাই আশা করছেন সমর্থকরা।

আরও পড়ুন- স্বপ্নের অভিষেক, তারপর ছুড়ে ফেলে টিম ইন্ডিয়া! অবসর নিয়ে অভিমানের বিস্ফোরণ ফজলের

একনজরে দেখে নেওয়া যাক, এবারের আইপিএলে এসআরএইচ স্কোয়াড। SRH IPL 2024 স্কোয়াড: আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভির সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি. নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক সিং, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকি, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেধ সুব্রমানিয়ান।

Sunrisers Hyderabad IPL Cricket News ipl auction
Advertisment