Advertisment

রোহিতকে সরিয়ে ঠিক করেছে মুম্বই! আম্বানিদের পক্ষে বেনজিরভাবে মুখ খুললেন গাভাসকার

রোহিত নয়, হার্দিককেই মুম্বইয়ের নেতৃত্বে চাইলেন গাভাসকার

author-image
IE Bangla Sports Desk
New Update
mumbai-gavaskar

রোহিতকে সরানো নিয়ে মুখ খুললেন গাভাসকার (টুইটার)

ফ্যানবেস যতই ধাক্কা খাক, রোহিত শর্মা ইস্যুতে বড় সমর্থক পেয়ে গেল মুম্বই ইন্ডিয়ানস। সম্প্রতি রোহিত শর্মাকে ছেঁটে গুজরাট টাইটান্স থেকে ফেরা হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই। এর জেরে তাদের ফ্যানবেস ব্যাপক ধাক্কা খেয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কয়েক লক্ষ ফলোয়ার মুম্বই ইন্ডিয়ানস ছেড়েছেন। যার জেরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

Advertisment

কিন্তু, সেসব দেখেও ভারত তথা বিশ্ব ক্রিকেটের আইকন সুনীল গাভাসকর কিন্তু মুম্বই ইন্ডিয়ানসেরই পাশে দাঁড়ালেন। সমর্থন করলেন রোহিতের অপসারণ আর হার্দিকের অধিনায়কত্বকে। তাঁর বক্তব্যের সমর্থনে গাভাসকর কার্যত রোহিতের বয়সটাকে কারণ হিসেবে বেছেছেন। তিনি বলেন, 'রোহিত শর্মা সম্ভবত ক্লান্ত। সেকারণে মুম্বই ইন্ডিয়ানস দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে নিয়োগ করার সিদ্ধান্তটি খুব একটা খারাপ না।'

রোহিত ইস্যুতে যখন সমর্থকদের ক্ষোভের কড়াইয়ে মুম্বই ইন্ডিয়ানস, সেই সময় গাভাসকরের বক্তব্য সেই আঁচ কতটা নেভাতে পারবে, তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। কারণ, হার্দিকের সমর্থকরা ইতিমধ্যেই যুক্তি দিয়েছেন, গুজরাট টাইটানসে পরপর দু'বার অধিনায়ক হার্দিক ফাইনালে তুলেছেন। তার মধ্যে একবার চ্যাম্পিয়ন করেছেন। একবার গুজরাট টাইটানস রানার্স হয়েছে। কিন্তু, সেসব যুক্তিও ক্ষুব্ধ রোহিতের সমর্থকরা শোনেননি।

বিশেষজ্ঞদের একাংশের ধারণা, রীতিমতো আশঙ্কা থেকেই রোহিত ইস্যুতে প্রিয় দলের ওপর ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ানস সমর্থকরা। কারণ, রোহিতের জমানায় মুম্বই ইন্ডিয়ানস ১০ বছরে পাঁচবার আইপিএল জিতেছে। যে কৃতিত্ব ধোনি ছাড়া আর কারও নেই। তবে, এবার নিয়ে তিন বছর তাদের একটাও ট্রফি নেই। তার মধ্যে ২০২২-এ তলানিতে চলে যাওয়া কলঙ্ক তো আছেই। সে নিয়েও প্রশ্ন নেহাত কম ওঠেনি। অধিনায়ক হয়ে সেই তলানি থেকে পান্ডিয়া দলকে কতটা উদ্ধার করতে পারবেন, তা নিয়ে বড় প্রশ্ন আছে সমর্থকদের। তাঁরা ভালো করেই বোঝেন, ব্যাপারটা অত সহজ না।

আরও পড়ুন- স্টার্ক-কামিন্স এত পেল, ভারতীয়রা কি বানের জলে ভেসে এল! নিলামের মঞ্চে অসম্মানিত কোহলি-রোহিতরা

তবে, সুনীল গাভাসকর সমর্থকদের এই আশঙ্কার সঙ্গে একমত নন। তিনি কিন্তু, মনে করছেন হার্দিকই মুম্বই ইন্ডিয়ানসের ট্রফির খরা কাটাতে পারে। প্রাক্তন ভারত অধিনায়কের ধারণা, হার্দিককে দায়িত্ব দেওয়া মন্ত্রের মত কাজ করবে।

এই নিয়ে গাভাসকর স্টার স্পোর্টসকে বলেছেন, 'হার্দিক একজন তরুণ এবং নতুন অধিনায়ক। তিনি দলকে ভালো ফল উপহার দিয়েছেন। গুজরাট টাইটানসকে দুটি আইপিএল ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। একবার ট্রফি জিতেছে গুজরাট। তাই, নিশ্চিতভাবে তারা (এমআই) সব মাথায় রেখেই তাঁকে (হার্দিক) অধিনায়ক করেছে। আসলে, মাঝে মধ্যে নতুন চিন্তার দরকার আছে। হার্দিক পারেন। হার্দিককে অধিনায়ক করা দলের (মুম্বই ইন্ডিয়ানস) উপকার করতে পারে, আবার না-ও পারে। কিন্তু, এটা নিশ্চিত যে তাতে তাদের (এমআই) ক্ষতি হবে না।'

Mumbai Indians Hardik Pandya Rohit Sharma IPL Sunil Gavaskar
Advertisment