ব্রায়ান লারা দায়িত্ব নিয়েও আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সে বদল আনতে পারেননি। হায়দরাবাদ এবার নতুন কোচ হিসেবে নিয়োগ করল ড্যানিয়েল ভেট্টোরিকে। আইপিএলে গত সিজনে হায়দরাবাদ সর্বশেষ স্থানে ফিনিশ করেছিল। ১৪ ম্যাচে মাত্র ৪টিতে জয় হাসিল করেছিল আইডেন মারক্রামের দল।
ক্যারিবিয়ান কিংবদন্তি ভাগ্য বদলাতে ব্যর্থ হওয়ার পর ফের একবার কোচিং স্টাফে বদল করল অরেঞ্জ আর্মি। সোমবার হায়দরাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে দেয়, "কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি অরেঞ্জ আর্মিতে হেড কোচ হিসাবে যোগ দিলেন।"
ব্রায়ান লারা মাত্র এক সিজন দায়িত্ব নিয়েছিলেন। তার আগে হায়দরাবাদের হেড কোচ ছিলেন টম মুডি। হায়দরাবাদ প্রেস বিবৃতিতে জানিয়েছে, "ব্রায়ান লারার সঙ্গে দু-বছরের সম্পর্ক শেষ হল। আমরা বিদায় জানালাম ওঁকে। সানরাইজার্স পরিবারে অবদানের জন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যৎ-এর জন্য অনেক শুভকামনা রইল।"
আইপিএলে অবশ্য এই প্ৰথমবার কোচ হলেন না ভেট্টোরি। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত টানা পাঁচ মরশুম আরসিবির হেড কোচ ছিলেন ব্ল্যাক ক্যাপস কিংবদন্তি। সম্প্রতি অস্ট্রেলিয়ান পুরুষ দলের সহকারী কোচ-ও ছিলেন।