Advertisment

IPL 2024: রোহিতের মতই IPL-নেতৃত্বে ছাঁটাই তারকা! KKR-কে নেতৃত্ব দেওয়া সুপারস্টারই বড় ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন

Sunrisers Hyderabad sack Aiden Markram from captaincy: নিলামে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স শিবির। তিনি দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান তারকা আইডেন মারক্রামের হাত থেকে। গত সিজনে প্রোটিয়াজ তারকার অধিনায়কত্বে হায়দরাবাদের লিগের শেষ স্থানে ফিনিশ করেছিল। ১৪ পর্বের লিগে মাত্র চার জয় পেয়েছিল অরেঞ্জ আর্মিরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-hardik

মুম্বই ও গুজরাটের অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়া (টুইটার)

Sunrisers Hyderabad in IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদের তরফে সোমবার সাত সকালেই ঘোষণা করে দেওয়া হল কয়েক মাস আগেই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা নেতা প্যাট কামিন্স তাঁদের নতুন অধিনায়ক হচ্ছেন।

Advertisment

নিলামে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স শিবির। তিনি দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান তারকা আইডেন মারক্রামের হাত থেকে। গত সিজনে প্রোটিয়াজ তারকার অধিনায়কত্বে হায়দরাবাদের লিগের শেষ স্থানে ফিনিশ করেছিল। ১৪ পর্বের লিগে মাত্র চার জয় পেয়েছিল অরেঞ্জ আর্মিরা।

মার্চের ২৩ তারিখে হায়দরাবাদ নিজেদের প্ৰথম ম্যাচে নামবে ইডেন গার্ডেন্সে কেকেআরের বিপক্ষে। কামিন্সের নতুন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে অভিষেক হবে নিজের পুরোনো আইপিএল দলের বিপক্ষে।

লোকসভা নির্বাচনের পুরো দিনক্ষণ না জানা যাওয়ায় আইপিএলের পূর্ণ সূচি প্রকাশ পায়নি। লিগ কমিটির তরফে আংশিক সূচি জানানো হয়েছে। পুরো নির্বাচনের শিডিউল জানানো হলেই আইপিএলের বাকি ম্যাচ চূড়ান্ত হবে।

গত সিজনে হায়দরাবাদের তারকা খচিত স্কোয়াড বানিয়েও হতাশ করেছে। এবার হায়দরাবাদ নিলাম থেকে কিনেছে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেডের মত তারকাকে।

কলকাতার বিপক্ষে খেলার পর দ্বিতীয় ম্যাচে ২৭ তারিখে হায়দরাবাদ নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারপর মার্চের ৩১ এবং এপ্রিলের ৫ তারিখে হায়দরাবাদের পরবর্তী প্রতিপক্ষ গুজরাট টাইটান্স এবং সিএসকে।

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড:

আব্দুল সামাদ, অভিষেক শর্মা, আইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভীর সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মার্কন্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতিশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকী, শাহবাজ আহমেদ (আরসিবি থেকে ট্রেড হয়েছেন)।

নতুন সংযোজন আইপিএল নিলাম থেকে: ট্র্যাভিস হেড (৬.৮০ কোটি টাকা), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১.৫ কোটি টাকা), প্যাট কামিন্স (২০.৫০ কোটি টাকা), জয়দেব উনাদকাট (১.৬০ কোটি টাকা), আকাশ সিং (২০ লাখ), ঝাথাভেধ সুব্রহ্মণ্যন (২০ লাখ টাকা)

Sunrisers Hyderabad IPL Cricket News
Advertisment